Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জিমের পোশাকে সর্বনাশ ডেকে এনেছে পুনম দুবে, ভক্তরা তার ফিগার দেখে পাগল

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা পুনম দুবে (Poonam Dubey) ইদানিং শরীর চর্চায় যথেষ্ট মন দিয়েছেন। তবে এর আগেও যথেষ্ট ফিট ছিলেন পুনম। কিন্তু কাজের চাপে প্রতিদিন ওয়ার্কআউট করা হয়ে উঠত…

Avatar

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা পুনম দুবে (Poonam Dubey) ইদানিং শরীর চর্চায় যথেষ্ট মন দিয়েছেন। তবে এর আগেও যথেষ্ট ফিট ছিলেন পুনম। কিন্তু কাজের চাপে প্রতিদিন ওয়ার্কআউট করা হয়ে উঠত না। তবে ইদানিং আবারও প্রতিদিন জিমে গিয়ে ওয়ার্কআউট শুরু করেছেন পুনম। সেই ছবি ও রিল অনুরাগীদের সাথে শেয়ার করছেন তিনি। গত বছরের শেষে ইন্সটাগ্রামে নিজের ফিটনেস ফটোশুটের ঝলক শেয়ার করেছেন পুনম যা এখনও অবধি নেটদুনিয়ায় ট্রেন্ডিং রয়েছে।

ছবিগুলি পুনম তুলেছেন মুম্বইয়ের আন্ধেরির একটি জিমে। পুনমের শেয়ার করা ছবিগুলিতে তাঁর পরনে রয়েছে কালো রঙের ব্রালেট ও জেগিংস। দুই চোখের কোল ভরা হালকা কাজলে। ঠোঁট রাঙানো গোলাপি লিপস্টিকে। খোলা রয়েছে পুনমের চুল। তবে কখনও ওয়ার্কআউটের সময় চুলে পনিটেল বেঁধেছেন তিনি। পায়ে রয়েছে জিমের স্নিকার্স। ছবিগুলিতে পুনমকে দেখা যাচ্ছে ওয়েট ট্রেনিং করতে। ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, তাঁর প্রতিযোগিতা নিজের সাথে যা তাঁকে মোটিভেট করে। ক্যাপশনের সাথে লাল রঙের হার্ট ইমোজি জুড়েছেন পুনম। তিনি মনে করেন, নিজেকে ভালোবাসা স্বার্থপরতা নয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পর পুনম বিমানসেবিকা হওয়ার জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন। কিন্তু তাঁর ঝোঁক ছিল মডেলিং-এর দিকে। ধীরে ধীরে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের কমার্শিয়াল অ্যাডের মাধ্যমে পরিচিত মুখ হয়ে ওঠেন পুনম। 2014 সালে ভোজপুরি ফিল্ম ‘যো জিতা ওহি সিকন্দর’-এ একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে পুনমের বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে। 2015 সালে ভোজপুর ফিল্ম ‘দিওয়ানা’-য় নায়িকা হিসাবে আত্মপ্রকাশ ঘটে পুনমের। এই ফিল্ম তাঁকে এনে দেয় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার।

About Author