Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Vande Bharat Express: ৬০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে ২০২৪ সালে, বাংলা পাচ্ছে এই রুটে ট্রেন

ভারতের ৪১টি রুটে এই মুহূর্তে বন্দে ভারত এক্সপ্রেস চলছে। ভারতের সবথেকে জনপ্রিয় ট্রেন গুলির মধ্যে একটি হয়ে উঠেছে বন্দে ভারত এক্সপ্রেস। ২০২৩ সালে দেশে ৩৪টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু…

Avatar

ভারতের ৪১টি রুটে এই মুহূর্তে বন্দে ভারত এক্সপ্রেস চলছে। ভারতের সবথেকে জনপ্রিয় ট্রেন গুলির মধ্যে একটি হয়ে উঠেছে বন্দে ভারত এক্সপ্রেস। ২০২৩ সালে দেশে ৩৪টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়েছে। তবে এ বছর অর্থাৎ ২০২৪ সালে এই সংখ্যাটা প্রায় দ্বিগুণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ নতুন বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে। বিষয়টির সঙ্গে অবহিত ভারতীয় রেলের শীর্ষকর্তাকে উদ্ধৃত করে মানি কন্ট্রোল ওয়েবসাইট এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ২০২৪ সালে ভারতীয় রেলের হাতে ৭০ টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরিকল্পনা রয়েছে যা দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রুটে চালু করা হবে। বেশ কিছু নতুন রুটে এই ট্রেন চালু করা হবে বলে জানা যাচ্ছে

ওই প্রতিবেদন অনুযায়ী আগামী জুন মাসের মধ্যে আঠারোটি নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে। জুলাই থেকে প্রতি ১৫ দিনে চারটি করে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। উত্তর ভারতে ৩৪টি নতুনরুটে বন্দে ভারত চালু করা হবে। অন্যদিকে দক্ষিণ ভারতে ২৫ টি রুটে বন্দে ভারত চালু করা হবে বলে জানা যাচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে কোন কোন রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে, সেটার ব্যাপারে এখনো পর্যন্ত সরাসরি কিছু জানানো হয়নি। কোথায় চাহিদা রয়েছে সেটার ভিত্তিতে রুট নির্ধারণ করে তারপর জোন সেট করা হবে। রুট নির্ধারণের ক্ষেত্রে টুরিস্ট ডেস্টিনেশন এবং তথ্যপ্রযুক্তি হাবের মতো বিষয়গুলিকে বিবেচনা করা হচ্ছে। একইসঙ্গে যে জায়গা গুলি এখনো আকাশ পথে যুক্ত নয় এবং বিমানে যেতে বেশি খরচ পড়ে সেইখানে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার একটা পরিকল্পনা রয়েছে রেলের। ভারতীয় রেলের তরফ থেকে রুট এর বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে যদিও কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, কলকাতা থেকে রওরকেল্লা রুটে এই বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে।

About Author