Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

14 বছরের ছোট মোনালিসার সাথে রবি কিষাণ সীমা অতিক্রম করেছেন, ভিডিও দেখে ভক্তরা পাগল

মোনালিসা (Monalisa) বঙ্গতনয়া হলেও ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয়ের মাধ্যমে তিনি অর্জন করেছিলেন সর্বাধিক জনপ্রিয়তা। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়কদের বিপরীতে কাজ করেছেন মোনালিসা। এই তালিকায় রয়েছেন রবি কিষণ (Ravi…

Avatar

মোনালিসা (Monalisa) বঙ্গতনয়া হলেও ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয়ের মাধ্যমে তিনি অর্জন করেছিলেন সর্বাধিক জনপ্রিয়তা। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়কদের বিপরীতে কাজ করেছেন মোনালিসা। এই তালিকায় রয়েছেন রবি কিষণ (Ravi Kishan)-ও। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার তিনি। মোনালিসার তুলনায় বয়সে কিছুটা বড় হলেও কেরিয়ারের দিক থেকে তাঁরা সমসাময়িক। মোনালিসা ও রবি কিষণ জুটির অন্যতম ব্লকবাস্টার হিট ফিল্ম হল ‘রক্তভূমি’। এই ফিল্মটি পরিচালনা করেছেন এম.ফয়জল রিয়াজ (M.Faisal Riaz)। ফিল্মটি প্রযোজনা করেছেন পুনম দামানি (Poonam Damani) ও শ্রুতি মাহেশ্বরী (Shruti Maheswari)।

2016 সালের 28 শে নভেম্বর একটি ইউটিউব চ্যানেল থেকে এই ফিল্মের জনপ্রিয় গান ‘কবন জাদু’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। গানটি গেয়েছেন উদিত নারায়ণ (Udit Narayan) ও সোনালি দত্ত (Sonali Dutta)। গানের শুরুতে দেখা যায় মোনালিসা ছুটে আসছেন রবির দিকে। তাঁর পরনে রয়েছে কমলা রঙের ফ্লেয়ারড গাউন। গাউনের স্লিভ নুডল প‍্যাটার্নের। ডিপ নেকলাইনের গাউনের মাধ্যমে উন্মুক্ত রয়েছে মোনালিসার ক্লিভেজ। একসময় নাচতে থাকেন তিনি। অপরদিকে এগিয়ে আসেন রবি। তাঁর পরনে রয়েছে সাদা রঙের টি-শার্ট ও নীল ডেনিম ট্রাউজার এবং কমলা রঙের শার্ট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গানের সুরে রবি বলেন, মোনালিসা তাঁর উপর জাদু করেছেন। উড়িয়ে দিয়েছেন তাঁর ঘুম। রবি মোনালিসার প্রতি তাঁর ভালোবাসার প্রকাশ করলেও নায়িকা তা মানতে চান না। তিনি বলেন, রবির উচিত নিজের মনকে বোঝানো। একসময় বদলে যায় মোনালিসার পোশাক। তাঁর পরনে দেখা যায় সাদা রঙের প্রিন্টেড শিফন শাড়ি ও স্লিভলেস ব্লাউজ। পোশাক বদলায় রবিরও। তাঁর পরনে দেখা তায় কালো রঙের টি-শার্ট ও কমলা রঙের শার্ট এবং নীল ডেনিম ট্রাউজার।

মোনালিসাকে চুম্বন করেন রবি। তাঁর সৌন্দর্যের প্রশংসা করেন নায়ক। এরপর সুইমিং পুলে দেখা যায় রবিকে। তিনি অর্ধনগ্ন। অপরদিকে পুলের জলে ভিজে গিয়েছে মোনালিসার সাদা শার্ট। দৃশ্যমান হয়েছে তাঁর পরনের গোলাপি অন্তর্বাস। একসময় সুইমিং পুলের জলে অন্তরঙ্গ হন নায়ক-নায়িকা। এখনও অবধি এই গানটির ভিডিও প্রায় আড়াই লক্ষ অতিক্রম করেছে।

About Author