Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Video: রবি কিষাণ-অঞ্জনা সিং-এর উদ্যম রোমান্স, শীতে গরম অনুভব করবেন

রবি কিষণ (Ravi Kishan)-এর জন্ম মুম্বইয়ে হলেও শৈশবেই পরিবারের সাথে উত্তর প্রদেশের গ্রামে পাড়ি দিতে হয়েছিল। ওই গ্রামে তাঁদের জমিতে কৃষিকাজ করে অন্ন সংস্থান করতেন তাঁর বাবা। সংসারে লেগে থাকত…

Avatar

রবি কিষণ (Ravi Kishan)-এর জন্ম মুম্বইয়ে হলেও শৈশবেই পরিবারের সাথে উত্তর প্রদেশের গ্রামে পাড়ি দিতে হয়েছিল। ওই গ্রামে তাঁদের জমিতে কৃষিকাজ করে অন্ন সংস্থান করতেন তাঁর বাবা। সংসারে লেগে থাকত আর্থিক অনটন। আর্থিক সমস্যার কারণেই রবি চলে আসেন মুম্বইয়ে। অভিনয়ের ইচ্ছা মনে থাকলেও ছোটখাট কাজের মাধ্যমে অর্থ উপার্জন করতে থাকেন তিনি। তবে একসময় আসে অভিনয়ের সুযোগ। বিভিন্ন হিন্দি ফিল্মে ছোট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে শুরু করেন রবি। কিন্তু মিটছিল না খিদে। এই সময় তাঁর কাছে আসে ভোজপুরি ফিল্মে নায়কের চরিত্রের প্রস্তাব।

রবি ভোজপুরি ভাষা জানতেন না। ফলে মায়ের সাথে পরামর্শ করার জন্য বাড়িতে ফোন করেন তিনি। রবির মা তাঁকে বলেন কাজটি গ্রহণ করতে। অভিনয়ের সময় রবি বুঝতে পারেন, তাঁর মাতৃভাষা অওয়ধির সাথে রয়েছে ভোজপুরি ভাষার মিল। ধীরে ধীরে এই ভাষা রপ্ত করে ফেলেন রবি। ততদিনে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। একাধিক ভোজপুরি ফিল্মে অভিনয় করেছেন রবি। তার মধ্যে অন্যতম হল ‘লাভ অউর রাজনীতি’ নামে একটি ফিল্ম। এই ফিল্মটি পরিচালনা করেছেন হর্ষ আনন্দ (Harsh Anand)। ফিল্মটি প্রযোজনা করেছেন আশা দেবী (Asha Devi), সুচেতা তাংরা (Sucheta Tangra)। ‘লাভ অউর রাজনীতি’-তে রবির বিপরীতে অভিনয় করেছেন অঞ্জনা সিং (Anjana Singh)।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ফিল্মের গান ‘লাগা লে তু অঙ্গ সজনা’ এখনও অবধি যথেষ্ট জনপ্রিয়। 2015 সালের পয়লা অক্টোবর একটি ইউটিউব চ্যানেল থেকে গানটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই গানটির ভিডিও এখনও অবধি প্রায় দেড় কোটি ভিউ অতিক্রম করেছে। গানের শুরুতে দেখা যায়, সারা শরীর লাল চাদরে মুড়ে বিছানায় শুয়ে ছটফট করছেন অঞ্জনা। চাদর সরে গেলে দেখা যায়, তাঁর পরনে রয়েছে হলুদ রঙের শিফন শাড়ি ও সাদা ব্লাউজ। বিছানায় ছড়িয়ে রয়েছে ফুলের পাপড়ি। গানের সুরে রবিকে কামনা করেন অঞ্জনা।

একসময় তাঁর কাছে আসেন রবি। বিছানায় তাঁর সাথে অন্তরঙ্গ হন অঞ্জনা। বদলে যায় অঞ্জনার পোশাক। লাল রঙের ড্রেসে তিনি বোল্ড হয়ে ওঠেন। চেয়ারের উপর উঠে যান অঞ্জনা। উড়ে যায় তাঁর পোশাক। একসময় ছায়ার আদলে তৈরি হয় রবির সাথে তাঁর সম্পর্ক। এরপর অঞ্জনাকে দেখা যায় শাওয়ারের নিচে স্বচ্ছ পোশাকে ভিজতে। তাঁর পরনের সাদা পোশাক ভেদ করে দেখা যায় আকাশি রঙের বিকিনি। রবি গানের সুরে অঞ্জনার প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করেন। একসময় শাওয়ারের নিচে অন্তরঙ্গ হন নায়ক-নায়িকা।

About Author