Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Mahindra লঞ্চ করলো আপডেটেড XUV400 প্রো, কঠিন প্রতিযোগিতায় পড়বে Nexon EV

বর্তমানে বিশ্বজুড়ে পরিবেশ দূষণ একটা গভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কলকারখানা থেকে শুরু করে গাড়িতে জীবাশ্ম জ্বালানির অনিয়ন্ত্রিত দহনের ফলে বায়ুদূষণে কলুষিত হয়ে যাচ্ছে বিশ্ব। আর ভবিষ্যতের কথা ভেবে গোটা মানবজাতি…

Avatar

বর্তমানে বিশ্বজুড়ে পরিবেশ দূষণ একটা গভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কলকারখানা থেকে শুরু করে গাড়িতে জীবাশ্ম জ্বালানির অনিয়ন্ত্রিত দহনের ফলে বায়ুদূষণে কলুষিত হয়ে যাচ্ছে বিশ্ব। আর ভবিষ্যতের কথা ভেবে গোটা মানবজাতি বর্তমানে পরিবেশ দূষণ কমানোর উদ্দেশ্যে নিরন্তন চেষ্টা করে যাচ্ছে। মানুষটা বুঝেছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের তুলনায় ইলেকট্রিক গাড়ি বা বাইক আমাদের ভবিষ্যৎ হতে পারে। আর তাই দেশীয় কোম্পানিও শুরু করছে ইলেকট্রিক গাড়ির লাইনআপ। দেশের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা তার একমাত্র ইভি এসইউভি, XUV400-এর নতুন সংস্করণ বাজারে লঞ্চ করেছে। নতুন XUV400 প্রো দুটি ভিন্ন ব্যাটারি প্যাক এবং চার্জার বিকল্প সহ আসে।

XUV400 প্রো-এর দাম শুরু হয় ১৫.৪৯ লক্ষ থেকে। EC প্রো ভেরিয়েন্টের দাম ১৫.৪৯ লক্ষ থেকে শুরু হয়, যার ব্যাটারি ক্ষমতা ৩৪.৫ kWh এবং চার্জিং ক্ষমতা ৩.৩kW। EL প্রো ভেরিয়েন্টের দাম ১৬.৪৯ লক্ষ থেকে শুরু হয়, যার ব্যাটারি ক্ষমতা ৩৩.৫kWh এবং চার্জিং ক্ষমতা ৭.২kW। সর্বোচ্চ-স্পেসিফিকেশন EL প্রো ভেরিয়েন্টের দাম ১৭.৪৯ লক্ষ থেকে শুরু হয়, যার ব্যাটারি ক্ষমতা ৩৯.৪kWh এবং চার্জিং ক্ষমতা ৭.২kW।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নতুন XUV400 প্রোতে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে রয়েছে আধুনিক ডিজাইন করা ড্যাশবোর্ড সহ একটি একেবারে নতুন ডুয়াল টোন ইন্টেরিয়র পাবেন৷ এতে আপনি একটি নতুন ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমের পাশাপাশি ১০.২৫ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখতে পাবেন। নতুন XUV400-এ Adrenox যুক্ত কার সিস্টেম, ডুয়াল জোন স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ, ওয়্যারলেস চার্জার, ৫০ টিরও বেশি বৈশিষ্ট্য, পিছনের ইউএসবি পোর্ট, পিছনের এসি ভেন্টের মতো বৈশিষ্ট্য রয়েছে।

XUV400 প্রো-এর বুকিং ১২ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং ১ ফেব্রুয়ারি থেকে এর সরবরাহ শুরু হবে। আপনি মাত্র ২১ হাজার টাকা ডাউন পেমেন্ট করে এই গাড়ি বুক করতে পারবেন। নতুন XUV400 প্রো একটি ব্যাপক লাভজনক ডিল যা ভারতীয় বাজারে ইভি এসইউভি সেগমেন্টে প্রতিযোগিতা বাড়াবে। এটি নতুন গাড়িটি দীর্ঘ রেঞ্জ এবং বেশ কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য অফার করে।

About Author