Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২ লাখ টাকার কম বাজেটে পাবেন এই ৫ টি দারুন বাইক, যে কোন একটি কিনুন

বর্তমান আধুনিকতার যুগে সবাই একটা বাইক কিনতে চায় যার মাইলেজ অত্যন্ত ভালো। কমদামের মধ্যে বেশি দূরত্ব যেতে পারে এমন বাইকের গুরুত্ব অনেকটা বেড়েছে। পেট্রোল এবং ডিজেল অনেক দামি হয়ে গেছে।…

Avatar

বর্তমান আধুনিকতার যুগে সবাই একটা বাইক কিনতে চায় যার মাইলেজ অত্যন্ত ভালো। কমদামের মধ্যে বেশি দূরত্ব যেতে পারে এমন বাইকের গুরুত্ব অনেকটা বেড়েছে। পেট্রোল এবং ডিজেল অনেক দামি হয়ে গেছে। সেই কারণে গ্রামের মানুষ বাইক কেনার আগে মাইলেজের তথ্য সংগ্রহ করতে পছন্দ করেন। আমরা আপনাকে এমন কিছু বাইক সম্পর্কে বলতে চলেছি যা আপনি খুব কম টাকার মধ্যে কিনতে পারেন। আপনার বাজেট যদি প্রায় ১.৫০ লাখ থেকে ২ লাখ টাকার মধ্যে হয়, তাহলে আপনি এই ৫ টি বাইক কিনতে পারেন। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

ভারতীয় মার্কেটে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে Royal Enfield Hunter 350। এই বাইকটিতে ৩৯৪.৩৪ সিসির একটি ইঞ্জিন রয়েছে। এই বাইকটি ২০.৪ PS শক্তি এবং ২৭ Nm পিক টর্ক জেনারেট করে। এটিতে একটি শক্তিশালী এয়ার-কুলড ইঞ্জিন রয়েছে, যা ৬ স্পিড ট্রান্সমিশন গিয়ারবক্সের সাথে আসছে। এই রেট্রো স্টাইলের বাইকে সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার রয়েছে। এছাড়াও এই বাইকে ট্রিপ পড, ওডোমিটার, ফুয়েল গেজ, দুটি ট্রিপমিটার আছে। Royal Enfield Hunter 350 শহরে ৪০.১৯ kmpl এবং হাইওয়েতে ৩৫.৯৭ kmpl মাইলেজ দেয়। এই বাইকের এক্স শোরুম মূল্য শুরু ১.৪৯ লাখ টাকা। এর অন রোড মূল্য প্রায় ১.৭৩ লাখ টাকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভারতের বুকে সস্তায় Bajaj কোম্পানিও একাধিক বাইক আনে। তাঁর মধ্যে অন্যতম হল NS200। Pulsar NS200 এ রয়েছে ১৯৯.৫cc BS-6 ইঞ্জিন। এই ইঞ্জিন ২৪.১৩ bhp এবং ১৮.৭৪ Nm জেনারেট করে। এর সামনে এবং পিছনে উভয় দিকেই ডিস্ক ব্রেক রয়েছে। এর সাথে অ্যান্টি-লকিং ব্রেকিং সিস্টেমও দেওয়া হয়েছে। এই বাইকের এক্স শোরুম মূল্য ১.৪২ লাখ টাকা।

কয়েকদিন আগে রেট্রো স্টাইলে বাজেট মূল্যে বাইক লঞ্চ করে চর্চায় এসেছিল TVS কোম্পানি। আপনি ঠিকই ধরেছেন যে এইখানে TVS Ronin বাইকের কথা বলা হচ্ছে। বাইকটি দেখতে বেশ স্টাইলিশ। বাইকটি ৪ টি ভেরিয়েন্ট এবং ৭ টি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। এতে রয়েছে ২২৫.৯cc, BS-6 ইঞ্জিন। এই ইঞ্জিন ২০.১ bhp এবং ১৯.৯৩ Nm জেনারেট করে। এটি ডুয়াল চ্যানেল অ্যান্টি-লকিং ব্রেকিং সিস্টেম এর সাথে আসে। এই বাইকের এক্স শোরুম মূল্য ১.৪৯ লাখ থেকে শুরু।

বাজেট মূল্যের আরেকটি জনপ্রিয় বাইক হল Apache RTR 200 4V। এই বাইকে ১৯৭.৭৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার, ৪ স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনটি ৮৫০০ rpm এ ২০.৫ PS পাওয়ার তৈরি করতে পারে। এছাড়াও কোম্পানির পক্ষে জানানো হয়েছে, বাইকে ফুয়েল ইনজেকশন এর জন্য ‘RT-Fi’ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে যা বেশি মাইলেজ দেবে ও সেইসাথে পরিশুদ্ধ ধোয়া নির্গত করবে। এছাড়াও এই বাইকে অত্যাধুনিক স্টাইলের হেডল্যাম্প ও claw স্টাইলের ল্যাম্প ব্যবহার করা হয়েছে। এর দাম ১.৪২ লাখ টাকা থেকে শুরু।

এই বাজেট বাইকের তালিকায় রয়েছে সকলের পছন্দের একটি Yamaha কোম্পানির বাইকও। ২ টি রংয়ের ভ্যারিয়েন্ট আছে Yamaha R15S এর। R15S-এ একটি ১৫৫ cc BS6-2.0 ইঞ্জিন রয়েছে, যা ১৮.৬ PS এবং ১৪.১ Nm জেনারেট করে। এর সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক রয়েছে। বাইকটির এক্স শোরুম মূল্য ১.৬৫ লাখ টাকা থেকে শুরু।

About Author