Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চড়চড়িয়ে বেড়েছে পেঁয়াজের দাম! মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রনে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি কেন্দ্রের

সম্প্রতি বেশ কয়েক মাস আগেই পেঁয়াজের দাম চড়া হওয়ায় মাথায় হাত পড়েছিলো মধ্যবিত্তের। তবে রপ্তানি বন্ধ করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনলেও ফের পেঁয়াজের দাম ক্রমবর্ধমান। এই পেঁয়াজ কিনতে গিয়ে সাধারণ…

Avatar

সম্প্রতি বেশ কয়েক মাস আগেই পেঁয়াজের দাম চড়া হওয়ায় মাথায় হাত পড়েছিলো মধ্যবিত্তের। তবে রপ্তানি বন্ধ করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনলেও ফের পেঁয়াজের দাম ক্রমবর্ধমান। এই পেঁয়াজ কিনতে গিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। এই অবস্থায় পেঁয়াজের মূল্যবৃদ্ধি রোধ করতে বিদেশ থেকে এবারে পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নিলো কেন্দ্র।

গতকাল, শনিবার কেন্দ্রের তরফ থেকে জানানো হয় যে বাজারে পেঁয়াজের মূল্য চড়চড়িয়ে বৃদ্ধি পাচ্ছে। চড়া দামে রাজধানী সহ বেশকিছু জায়গায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। প্রতি কেজিতে প্রায় ১০০ টাকা ছুঁয়েছে পেঁয়াজের মূল্য। পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রনে আনার জন্য কেন্দ্র সরকার ১ লক্ষ টন পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করার কথা ঘোষণা করেন। শনিবার কেন্দ্রে অনুষ্ঠিত সচিবদের এক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : চন্দননগরের আলোকসজ্জায় অভিভূত শচীন, টুইট করে ভিডিও শেয়ার

এদিন বৈঠক শেষে খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী রাম বিলাস পাসওয়ান টুইট করে বলেন যে, রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা MMTC কে ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে পেঁয়াজ আমদানি করার নির্দেশ দেওয়া হয়েছে। MMTC বিদেশ থেকে এই পেঁয়াজ আমদানি করলে সমবায় নাফেড এর মাধ্যমে সারা দেশে এই পেঁয়াজ সরবরাহ করা হবে মন্ত্রী রাম বিলাস জানান।

সূত্রের খবর দেশে পেঁয়াজের মূল উৎপাদক কর্নাটক ও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির ফলে ব্যবসায় রীতিমত মার খেতে বসেছে পেঁয়াজ চাষিরা। পেঁয়াজ এর অভ্যন্তরীণ উৎপাদন ৩০-৪০ শতাংশ কমে যাওয়ায় লাফিয়ে বেড়েছে পেঁয়াজের দাম।

About Author