Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Animal Success Party: আলিয়ার সামনে রশ্মিকার সাথে ঘনিষ্ঠ রণবীর, দেখুন রণবীরের এই কীর্তি

বিশ্বজুড়ে বহু বিতর্ককে সঙ্গী করে ন'শো কোটির ক্লাবে প্রবেশ করেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandip Reddy Bhanga) পরিচালিত ফিল্ম ‘অ্যানিম্যাল’। দক্ষিণী তারকারা এই ফিল্মের প্রশংসা করলেও বলিউডের বর্ষীয়ান তারকা নাসিরুদ্দিন শাহ…

Avatar

বিশ্বজুড়ে বহু বিতর্ককে সঙ্গী করে ন’শো কোটির ক্লাবে প্রবেশ করেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandip Reddy Bhanga) পরিচালিত ফিল্ম ‘অ্যানিম্যাল’। দক্ষিণী তারকারা এই ফিল্মের প্রশংসা করলেও বলিউডের বর্ষীয়ান তারকা নাসিরুদ্দিন শাহ (Nasiruddin Shah), জাভেদ আখতার (Javed Akhtar)-রা এই ফিল্মের চিত্রনাট্যকে মানতে রাজি নন। তবে পিছিয়ে থাকল না টিম ‘অ্যানিম্যাল’। 6 ই জানুয়ারির মুম্বইয়ের জুহু এলাকার জে.ডব্লিউ. ম্যারিয়টে আয়োজিত হয়েছিল
‘অ্যানিম্যাল’-এর সাকসেস পার্টি। সন্দীপ তো বটেই, উপস্থিত ছিলেন ‘অ্যানিম্যাল’-এর টিমের প্রত্যেক সদস্য।

এর মধ্যেই নজর কেড়েছেন ফিল্মের নায়িকা রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। ‘অ্যানিম্যাল’ তাঁর বলিউড কেরিয়ারকে দিয়েছে সফলতার মাত্রা। এদিন কালো রঙের অফ শোল্ডার সিকুইনড গাউনে রশ্মিকা ছিলেন অনন্যা। পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়ে সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন ‘অ্যানিম্যাল’-এর পার্টিতে নীল রঙের সাটিনের গাউনে উপস্থিত ছিলেন আলিয়া ভাট (Aliaa Bhatt)। গাউনটি ফ্রন্ট ওপেন। নীল গাউনের সাথে আলিয়ার উজ্জ্বল মেকআপ মুগ্ধ করেছে তাঁর অনুরাগীদের। উপস্থিত ছিলেন মহেশ ভাট (Mahesh Bhatt) ও নীতু কাপুর (Neetu Kapoor)-ও। ছবি তোলার সময় রণবীর তাঁর স্ত্রীকে অনুরোধ করেন হাত ধরতে। অত্যন্ত মিষ্টি এই মুহূর্ত ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অপরদিকে রশ্মিকার অনেকটা কাছাকাছি গিয়ে রণবীর জরুরী কথা বলছিলেন। সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ নায়ককে কটাক্ষ করে লিখেছেন, অফস্ক্রিন স্ত্রীর সামনে অনস্ক্রিন স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হচ্ছেন রণবীর। কিন্তু রশ্মিকার সাথে রণবীর যখন কথা বলছিলেন, সেই সময় কোনোভাবেই আলিয়া স্বামীকে বাঁকা চোখে দেখেননি। তিনি ফিল্মি পরিবারের মেয়ে। ফলে আলিয়া জানেন, ফিল্মি পার্টির ভিড়ে জরুরী কথা বলতে গেলে একটু কাছাকাছি যেতেই হবে। তা কোনোভাবেই অপরাধ নয়।

এদিন রশ্মিকা, আলিয়া,তৃপ্তি দিমরি (Tripti Dimri) সহ পার্টিতে উপস্থিত সব মহিলাদের যথেষ্ট সম্মান দিয়ে ওয়েলকাম জানিয়েছেন রণবীর।

About Author