Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নীল রঙের গাউনে উন্মুক্ত ক্লিভেজ, নেটদুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী অবনীত

শিশুশিল্পী হিসাবে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অবনীত কৌর (Avneet Kaur)। শৈশবে তাঁকে একাধিক কমার্শিয়াল অ্যাডে দেখা যেত। তার মধ্যে অন্যতম হল লাইফবয় লিকুইড হ্যান্ডওয়াশের অ্যাড। পরবর্তী কালে অবনীতকে ছোট পর্দায় একাধিক…

Avatar

শিশুশিল্পী হিসাবে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অবনীত কৌর (Avneet Kaur)। শৈশবে তাঁকে একাধিক কমার্শিয়াল অ্যাডে দেখা যেত। তার মধ্যে অন্যতম হল লাইফবয় লিকুইড হ্যান্ডওয়াশের অ্যাড। পরবর্তী কালে অবনীতকে ছোট পর্দায় একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল। গত বছর কঙ্গনা রাণাওয়াত (Kangana Ranawat)-এর প্রযোজনায় তৈরি ফিল্ম ‘টিকু ওয়েডস শেরু’-র মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেছেন অবনীত। পাশাপাশি তিনি নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়েও যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষা করেন।

সম্প্রতি দুবাইয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন অবনীত। সোশ্যাল মিডিয়ায় তিনি যথেষ্ট অ্যাকটিভ। ফলে দুবাই থেকেও একাধিক ছবি শেয়ার করেছেন অবনীত। অবনীতের শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে নীল রঙের বডিকন গাউন। গাউনটি স্লিভলেস। গাউনের ডিপ নেকলাইনের মাধ্যমে উন্মুক্ত রয়েছে অবনীতের ক্লিভেজ সহ স্তনের কিছুটা অংশ। হাই-থাই স্লিটেড গাউনের মাধ্যমে উন্মুক্ত রয়েছে অবনীতের মসৃণ পা। নীল রঙের গাউন জুড়ে রয়েছে কালো রঙের প্রিন্ট। নীল রঙের গাউনের সাথে অবনীতের মেকআপ উজ্জ্বল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চোখে ব্যবহার হয়েছে শিমারি আইশ‍্যাডো ও কালো আইলাইনার। ঠোঁট রাঙানো গোলাপি রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে গোলাপি ব্লাশারের ব্যবহার। খোলা রয়েছে অবনীতের সিল্কি চুল। বাঁ হাতে রয়েছে মেটালিক সিলভার ব্যান্ডের রিস্টওয়াচ। নীল গাউনের সাথে অবনীত টিম আপ করেছেন ত্রিভুজাকৃতি স্লিং ব্যাগ। কালো রঙের ব্যাগ জুড়ে বসানো রয়েছে সাদা রঙের স্টোন।

অবনীতের সাজ সম্পূর্ণ করেছে তাঁর পায়ের ট্রান্সপারেন্ট হাই হিলস। ছবিগুলি শেয়ার করে অবনীত লিখেছেন, “অ্যারবিয়ান নাইটস”। ক্যাপশনের সাথে জুড়েছেন নীল রঙের হার্ট ইমোজি। রয়েছে সোনালি তারা ও পাহাড়ের ইমোজি। অবনীতের অনুরাগীদের একাংশ তাঁর ছবিগুলির প্রশংসা করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Avneet Kaur (@avneetkaur_13)

About Author