নিউজরাজ্য

বুলবুলের জেরে বাতিল বেশকিছু লাইনের ট্রেন চলাচল

Advertisement
Advertisement

কলকাতা : গতকাল মাঝরাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বেশকিছু এলাকা। দক্ষিন ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এই ঝড়ের তান্ডব মূলত লক্ষ্য করা গিয়েছে। আগাম সতর্কতার জন্য বেশ কয়েকটি ট্রেন বাতিল কথা হয়েছে। শনি ও রবিবার পাঁশকুড়া-দীঘা ও হাওড়া-পাঁশকুড়া-দীঘা লোকাল বাতিল করা হয়েছে। ঝড়ের তীব্রতা দেখে আরও বেশকিছু ট্রেন বাতিল করেছে প্রশাসন। সন্ধ্যা সাতটা থেকেই লক্ষ্মীকান্তপুর-নামখানার মাঝে ট্রেন বন্ধ করা হয়। অনেক জায়গায় রেললাইনে গাছ পড়ে যাওয়ায় কিছু ট্রেন বাতিল করা হয়।

Advertisement
Advertisement

বুলবুলের জন্য ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা মালবাহী ও যাত্রীবাহী ট্রেনের চাকাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়। হাওড়ার ডিআরএম বলেন, ইয়ার্ডে ট্রেনগুলিকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। মালগাড়ি ও খালি যাত্রীবাহী সামনে ও পেছনে ছটি ভেহিক্যাল অন্তর হ্যান্ডব্রেক ডাউন করে ব্রেক লাগাতে হয়। শুধু তাই নয়, স্টেশনে কোনো ট্রেন দুঘন্টার বেশি দাঁড়ালে চালক ও গার্ডরা ট্রেন ছেড়ে কোথাও যেতে পারবে না। রেললাইনে ধসপ্রবন এলাকাগুলিতে ঘেষঁ বোঝাই ওয়াগন রাখতে হবে।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button