Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফর্সা মুখে কালো চশমা, হলুদ রঙের শর্ট ড্রেস পরে রাস্তায় বেরোলেন মালাইকা (PHOTOS)

গত 24 শে ডিসেম্বর মালাইকা অরোরা (Malaika Arora)-র প্রাক্তন স্বামী আরবাজ খান (Arbaaz Khan) দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের মেকআপ আর্টিস্ট সুরা খান (Shura Khan)-এর সাথে। কিন্তু তারপর থেকেই মালাইকার…

Avatar

গত 24 শে ডিসেম্বর মালাইকা অরোরা (Malaika Arora)-র প্রাক্তন স্বামী আরবাজ খান (Arbaaz Khan) দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের মেকআপ আর্টিস্ট সুরা খান (Shura Khan)-এর সাথে। কিন্তু তারপর থেকেই মালাইকার দ্বিতীয় বিয়ের সমভাবনা নিয়ে তৈরি হচ্ছে জল্পনা। এর মধ্যেই ভাইরাল হল মালাইকার একটি ভিডিও। একটি ইভেন্টে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কিন্তু এর মধ্যেই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন মালাইকা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে মালাইকার পরনে রয়েছে হলুদ রঙের শর্ট ড্রেস। ড্রেসের স্লিভ রাফলড প‍্যাটার্নের। ড্রেসের নেকলাইন সামান্য ডিপ। ফলে দৃশ্যমান হয়েছে মালাইকার ক্লিভেজ। ড্রেসের কোমরের অংশটি বডিকন। নিচের অংশে রয়েছে লেয়ার। হলুদ রঙের ড্রেসের সাথে যথেষ্ট হালকা মেকআপ করেছিলেন মালাইকা। চোখ আবৃত ছিল ব্রাউন শেডের সানগ্লাসে। ঠোঁট রাঙানো ছিল ন্যুড শেডের লিপস্টিকে। চুলে আলগা বান বেঁধেছিলেন মালাইকা। কাঁধে নিয়েছিলেন সোনালি রঙের স্লিং ব্যাগ। মালাইকার সাজ সম্পূর্ণ করেছিল তাঁর পায়ের সাদা-কালো লোফার। পাপারাৎজিদের সাথে দেখা হতে যথেষ্ট সৌজন্যমূলক ব্যবহার করেছেন মালাইকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরবাজের দ্বিতীয় বিয়ের দিন থেকেই মালাইকা ও তাঁর একমাত্র পুত্রসন্তান আরহান খান (Arhaan Khan) যথেষ্ট সময় দিচ্ছেন মাকে। 24 শে ডিসেম্বর আরবাজ ও সুরার বিয়েতে উপস্থিত ছিলেন তিনি। তবে বিয়ে শেষ হতেই আরহান দ্রুত পৌঁছে যান তাঁর মায়ের ক্রিসমাস পার্টিতে। কিন্তু দেখা মেলেনি মালাইকার দীর্ঘদিনের প্রেমিক অর্জুন কাপুর (Arjun Kapoor)-এর। গত বছরের মাঝামাঝি সময় থেকেই মালাইকার সাথে অর্জুনের ব্রেক-আপের গুঞ্জনে সরগরম বলিউড। তবে এই বিষয়ে তাঁরা কেউই মুখ খোলেননি। বর্তমানে একাধিক রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে দেখা যাচ্ছে মালাইকাকে। পাশাপাশি নিজস্ব ক্লোদিং অ্যান্ড লাইফস্টাইল ব্র্যান্ড রয়েছে তাঁর।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

About Author