Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

(VIDEO) গোরি নাগোরি তার ঘাতক নাচ দিয়ে আগুন লাগিয়েছে, মানুষের হৃদয়ে রাজত্ব করেছে

হরিয়ানার বিখ্যাত নৃত্যশৈলী ‘রাগনী’। একসময় তা শিল্পের পর্যায়ে থাকলেও বর্তমানে কৌলীন্য হারিয়েছে এই নৃত্যশৈলী। কারণ একের পর এক নাবালিকা আসছেন রাগনী নৃত্যশিল্পীর পেশায়। তাঁরা আসছেন এই নাচ না জেনে। ওই…

Avatar

হরিয়ানার বিখ্যাত নৃত্যশৈলী ‘রাগনী’। একসময় তা শিল্পের পর্যায়ে থাকলেও বর্তমানে কৌলীন্য হারিয়েছে এই নৃত্যশৈলী। কারণ একের পর এক নাবালিকা আসছেন রাগনী নৃত্যশিল্পীর পেশায়। তাঁরা আসছেন এই নাচ না জেনে। ওই নাবালিকাদের ট্রেনিং দেওয়া হচ্ছে রাগনীর পরিবর্তে যৌনত্তেজক নাচের। কিন্তু পরিবারের আর্থিক সমস্যার কারণে অনেকের অপছন্দ হলেও তাঁরা এই পেশা বেছে নিতে বাধ্য হচ্ছেন। গোরি নাগোরি (Gori Nagori) অবশ্য রাগনী ও রাজস্থানী লোকনৃত্য , দুটিতেই সমান পারদর্শী। রাজস্থানী লোকনৃত্য শিল্পী হিসাবে কেরিয়ার শুরু করলেও পরবর্তী কালে রাগনীতেও পারদর্শী হয়ে উঠেছেন গোরি নাগোরি। একই সাথে রাজস্থানি ঘাগরা ও পাতিয়ালা সালোয়ার-কামিজে স্বচ্ছন্দ তিনি। 2018 সালে গোরির একটি ডান্স ভিডিও রাগনী নৃত্যশৈলীতে তাঁর দক্ষতা প্রমাণ করেছিল।

2018 সালের 5 ই অগস্ট এই ডান্স ভিডিওটি গোরির ইউটিউব চ্যানেল ‘গোরি নাগোরি’ থেকে ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। এখনও অবধি এই ভিডিওটির ভিউ অতিক্রম করেছে এক লক্ষ কুড়ি হাজারের কিছু বেশি। ভিডিওতে গোরির পরনে রয়েছে অফ হোয়াইট রঙের সিল্কের তৈরি পাতিয়ালা সালোয়ার-কামিজ। সালোয়ার-কামিজের কিছু অংশ জুড়ে রয়েছে সোনালি জরির কারুকার্য। কামিজের পিঠে রয়েছে ফিতের লটকান। ওড়না নেননি গোরি। একটি অনুষ্ঠানের সময় শ্বেত পাথরের সিঁড়িতে নাচছেন তিনি। ডান্স ভিডিওতে গোরির নাচে অবশ্য লোকনৃত্যের তুলনায় যৌন উত্তেজনাই বেশি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গোরির চারপাশে মোবাইলে ভিডিও করতে ব্যস্ত কিছু যুবক। তাদের সামনে এসে বুটি ডান্স, ঠুমকা কোনো কিছুই বাদ দিলেন না গোরি। তবে ভিডিওর কমেন্ট সেকশন দেখলে বোঝা যাচ্ছে, নেটিজেনদের একাংশ পছন্দ করছেন না গোরির যৌনতাপূর্ণ নাচ। তাঁদের মতে, হরিয়ানা, রাজস্থানের মতো ভারতের বিশেষ কিছু অংশে এই ধরনের নাচের ফলে মহিলাদের সম্মানহানি হচ্ছে। অনেকে গোরিকে কটাক্ষ করে লিখেছেন, তাঁর কি কোনো লজ্জা-শরম নেই!

তবে এরপর কালার্স চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ষোল তম সিজনে অংশগ্রহণ করেছিলেন গোরি। তবে শোয়ের প্রথমেই এলিমিনেট হয়েছিলেন তিনি। কিন্তু এই শো কিছুটা হলেও তাঁর ইমেজ শুধরাতে সাহায্য করেছে। গত 15 ই অক্টোবর রাজস্থানে আম আদমি পার্টির প্রতিনিধি বিনয় মিশ্র (Vinay Mishra)-র উপস্থিতিতে গোরি এই দলে যোগদান করেছেন।

About Author