Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ৬,৯৯৯ টাকায় বাড়ি নিয়ে আসুন Honda Shine 125, নতুন বছরের এমন অফার আর পাবেন না

ভারতের বুকে একাধিক কোম্পানি বিভিন্ন বাজেট মূল্যের বাইক নিয়ে আসে। আর ভারতীয় জনতা দের মধ্যে বাজেট মূল্যের বাইকের জনপ্রিয়তা অন্য লেভেলের। হোন্ডা কোম্পানির একাধিক বাইক ব্যাপক বিক্রি হয় ভারতীয় বাজারে।…

Avatar

ভারতের বুকে একাধিক কোম্পানি বিভিন্ন বাজেট মূল্যের বাইক নিয়ে আসে। আর ভারতীয় জনতা দের মধ্যে বাজেট মূল্যের বাইকের জনপ্রিয়তা অন্য লেভেলের। হোন্ডা কোম্পানির একাধিক বাইক ব্যাপক বিক্রি হয় ভারতীয় বাজারে। ভারতের বাইক বাজারে ১২৫ সিসি সেগমেন্টে Honda Shine সবচেয়ে জনপ্রিয় বাইক। এই বাইকটির ভালো পারফরম্যান্স এবং মাইলেজের জন্য এটি গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়। এমনকি এই বাইক টক্কর দিয়ে থাকে বাজেট বাইকের রাজা Hero Splendor বাইকের সাথে।এই Honda Shine বাইকের ডিস্ক ব্রেক ভেরিয়েন্টের কথা বলতে গেলে, কোম্পানি এই বাইকটিকে বাজারে লঞ্চ করেছে ৮৩,৮০০ টাকার এক্স-শোরুম মূল্যে। এই বাইকের অন রোড দাম ৯৬,৪৩৩ টাকা পর্যন্ত যায়। আপনার কাছে যদি এখন এত বাজেট না থাকে, তাহলেও চিন্তার কোনো দরকার নেই। কোম্পানি এখন এই বাইকে ব্যাপক আকর্ষণীয় একটি ইএমআই প্ল্যান দিচ্ছে। আপনি অত্যন্ত কম টাকা খরচ করে এই বাইক বাড়ি নিয়ে যেতে পারবেন। এবার বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।আপনাদের জানিয়ে রাখি, আপনি যদি এই নতুন বছরে বাইকটি কিনতে চান, তাহলে মাত্র ৬৯৯৯ টাকা দিয়ে এই বাইক বাড়িতে আনুন। নতুন বছরের জন্য ৫০০০ টাকা ডিসকাউন্ট পাবেন। এবার ৯.৯% সুদের হারে ৩ বছরের জন্য প্রতি মাসে আপনাকে ৩০৮৪ টাকা কিস্তি দিতে হবে। আপনি যদি ইএমআই-তে এই বাইকটি কেনার কথা ভাবছেন, তাহলে আপনি এটি ভারতের যেকোনো হোন্ডা এজেন্সি থেকে কিনতে পারবেন।
About Author