নতুন বছর নিজের সাথে করে নিয়ে এসেছে অনেক নতুন নতুন খবরা খবর। সম্প্রতি শুরু হয়েছে ২০২৪ এবং বছর শুরু হতে না হতেই এলপিজির দাম কমেছে সারা ভারতে। উৎসবের সময় গ্যাস সিলিন্ডার ব্যবহার কিছুটা বেড়ে যায় এবং সেই কারণে উৎসবের সময় গ্যাস সিলিন্ডারের একটা বিশাল চাহিদা থাকে। নয়াদিল্লিতে হোটেল এবং রেস্তোরার মত বিভিন্ন জায়গায় ব্যবহৃত সিলিন্ডারের দাম সেই কারণে কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিভিন্ন জায়গায় ব্যবহৃত সিলিন্ডারের দাম এখন ১,৭৫৭ টাকা থেকে ১৭৫৫.৫০ টাকায় নেমে এসেছে।
পহেলা জানুয়ারি ২০২৪ থেকে এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে। তবে এখনো পর্যন্ত দেশীয় গ্যাসের দামে কোনরকম পরিবর্তন হয়নি। তেল বিবরণ সংস্থাগুলি ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিছুটা কমিয়ে জনগণকে স্বস্তি দিয়েছে। ১.৫০ টাকা থেকে ৪.৫০ টাকা পর্যন্ত দাম কমেছে রান্নার গ্যাসের সিলিন্ডারের। এর আগে মুম্বাইতে গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৭১০ টাকা তবে এখন এই দাম হয়েছে ১৭০৮ টাকা ৫০ পয়সা। চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯২৯ টাকা থেকে কমে হয়েছে ১৯২৪ টাকা ৫০ পয়সা। তবে কলকাতায় আবার দাম বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১৮৬৮ টাকা ৫০ পয়সার পরিবর্তে ১৮৬৯ টাকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে আপনাদের জানিয়ে রাখি বর্তমানে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোন পরিবর্তন করা হয়নি। শেষবার ৩০ আগস্ট ২০২৩ এ পরিবর্তন করা হয়েছিল ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম। এই মুহূর্তে সারা ভারতে সবথেকে বেশি দামে গ্যাস পাওয়া যাচ্ছে কলকাতায়। এই মুহূর্তে দিল্লিতে ঘরোয়া রান্নার গ্যাসে সিলিন্ডারের দাম ৯০৩ টাকা, কলকাতায় দাম ৯২৯ টাকা, মুম্বাইতে দাম ৯০২ টাকা এবং চেন্নাই তে দাম ৯১৮ টাকা।