অথচ, এই মহেশ বাবু বলিউডের প্রতি আগ্রহী নন। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, “বলিউড আমাকে সামলাতে পারবে না।” তিনি বলছেন, তিনি যেখানে আছেন সেখানেই খুশি।মহেশ বাবু কেন বলিউডকে পাত্তা দেন না তার কারণ নিয়ে নানা জল্পনা রয়েছে। কেউ কেউ মনে করেন, তিনি বলিউডের ঝামেলা-ঝঞ্ঝাট পছন্দ করেন না। আবার কেউ কেউ মনে করেন, তিনি বলিউডের অভিনয়ের মান পছন্দ করেন না। মহেশ বাবু তার সিদ্ধান্তে অটল রয়েছেন। তিনি বলিউডকে পাত্তা দেবেন না বলেই ঘোষণা করেছেন। তিনি হয়তো তার নিজের সিদ্ধান্তের পিছনে দৃঢ় বিশ্বাস রাখেন।Actor Mahesh Babu Childhood Pic@mahesh pic.twitter.com/Xow4Z7MzZe
— Nikil Murukan (@onlynikil) July 21, 2015
দক্ষিণের এই সুপারস্টার ৩০০ কোটির মালিক, দেখুন তো চিনতে পারছেন কি না?
আজকাল বিনোদন জগতে একাধিপত্য বিস্তার করেছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। এই সমস্ত সিনেমা দক্ষিণ ভারতের গণ্ডি পেরিয়ে প্যান ইন্ডিয়া সিনেমার খেতাব পাচ্ছে। এই দক্ষিণী সিনেমায় টানটান অ্যাকশন সিকোয়েন্স ও রক্ত গরম…

আরও পড়ুন