Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন বছরে বাড়ল মহার্ঘ ভাতা, জানুন সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার লেটেস্ট আপডেট

নতুন বছরের শুরুতেই উত্তরাখণ্ডের কর্মচারীদের জন্য একটা দারুন সুখবর। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী নতুন বছরের শুরুতে সরকারি কর্মচারীদের জন্য একটি বিশেষ উপহার দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে, ১ জুলাই…

Avatar

নতুন বছরের শুরুতেই উত্তরাখণ্ডের কর্মচারীদের জন্য একটা দারুন সুখবর। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী নতুন বছরের শুরুতে সরকারি কর্মচারীদের জন্য একটি বিশেষ উপহার দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে, ১ জুলাই ২০২২ এবং ১ জানুয়ারি ২০২৩ থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করা হবে। কেন্দ্রীয় সরকারের ৪৬ শতাংশ না হলেও এবারে এক ধাক্কায় অনেকটাই বেতন বাড়লো উত্তরাখণ্ডের কর্মচারীদের। এর ফলে সরকারি কর্মীদের মুখে হাসি ফুটেছে এই নতুন বছরের আগে।

এই বর্ধিত মহার্ঘ ভাতা কাজ করবে এমন কর্মীদের জন্য যারা সপ্তম বেতন কমিশনে বেতন পেয়ে থাকেন। এই বৃদ্ধির ফলে, সপ্তম বেতন স্কেল অনুযায়ী কর্মরত কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হবে। পঞ্চম বেতন স্কেল অনুযায়ী কর্মরত কর্মচারীদের মহার্ঘ ভাতা ২১২ শতাংশ থেকে বেড়ে ২২১ শতাংশ হবে। এবং ষষ্ঠ বেতন স্কেল অনুযায়ী কর্মরত কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৯৬ শতাংশ থেকে বেড়ে ৪১২ শতাংশ হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও, ষষ্ঠ বেতন স্কেল অনুযায়ী কর্মরত এবং ১ জুলাই ২০২২ থেকে মহার্ঘ ভাতা পাচ্ছেন এমন কর্মচারীদের মহার্ঘ ভাতা ২০৩ শতাংশ থেকে বেড়ে ২১২ শতাংশ হবে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বলেন, “আমরা সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই বৃদ্ধি সেই প্রতিশ্রুতিরই একটি অংশ। আমরা আশা করি এই বৃদ্ধি সরকারি কর্মচারীদের আর্থিক বোঝা কিছুটা হলেও কমাবে।” এই বৃদ্ধির ফলে উত্তরাখণ্ডের সরকারি কর্মচারীদের মোট বেতন বেড়ে যাবে। এটি তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করবে।

About Author