Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Rule Changed from January 1: বন্ধ হবে UPI লেনদেন, কেনা যাবে না নতুন সিম, ১ লা জানুয়ারি থেকে পরিবর্তন হচ্ছে এই বড় নিয়ম

আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন বছর। নতুন বছরকে আগমন করার জন্য উৎসাহী সকলে। তবে এই নতুন বছরের শুরুতে বেশ কিছু বড় পরিবর্তন হয়েছে। এই নতুন নিয়ম সরাসরি আপনার পকেটে প্রভাব…

Avatar

আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন বছর। নতুন বছরকে আগমন করার জন্য উৎসাহী সকলে। তবে এই নতুন বছরের শুরুতে বেশ কিছু বড় পরিবর্তন হয়েছে। এই নতুন নিয়ম সরাসরি আপনার পকেটে প্রভাব ফেলবে। প্রত্যেক সাধারণ মানুষের জীবনে প্রভাব পড়বে এই সিদ্ধান্তে ফলে। জানুয়ারি মাসের শুরু থেকে অনলাইন লেনদেন ও গ্যাসের দাম, একাধিক নিয়ম পরিবর্তন হবে। আজকের এই প্রতিবেদনে একনজরে দেখে নিন কি কি পরিবর্তন হচ্ছে নতুন বছরে।ITR ফাইলের ডেডলাইন: এই বছরে অনেকদিন আগে চলে গেছে ITR ফাইলের শেষ তারিখ। যারা সঠিক সময়ে আয়কর রিটার্নের ফাইল করতে পারেনি, তাদের জন্য দেওয়া হয়েছিল বিলম্বিত ITR ফাইল করার সুযোগ। একইসঙ্গে আইটিআর রিভিশনের সুযোগও রয়েছে। তবে এর ডেডলাইন ৩১ শে ডিসেম্বর, ২০২৪। ১ জানুয়ারি, ২০২৪-থেকে এই সুযোগ আর থাকছে না।সিম কার্ডের নিয়ম: টেলিকম বিভাগ ১ জানুয়ারি, ২০২৪ থেকে সিম কার্ডের জন্য কাগজ-ভিত্তিক KYC প্রক্রিয়া শেষ করতে চলেছে৷ এর মানে নতুন সিম কার্ড কিনতে কাগজের ফর্ম পূরণ করার দরকার নেই। শুধুমাত্র E-KYC বাধ্যতামূলক হবে।UPI লেনদেন নিষ্ক্রিয় হওয়া: জানুয়ারি মাসের ১ তারিখটি UPI ব্যবহারকারীদের জন্যও বিশেষ। আসলে, NPCI পেটিএম, গুগল পে, ফোন পে-এর মতো অনলাইন পেমেন্টের জন্য এই ধরনের UPI আইডি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যা এক বছরের বেশি ব্যবহার হচ্ছে না। আপনার যদি ইউপিআই আইডি থাকে তবে লেনদেনটি অবিলম্বে করা উচিত।গ্যাসের দাম কমা: গ্যাসের দাম কমছে রাজস্থানে। আসলে অনেকদিন ধরেই এই দাম কমার কথা চলছিল। ১ জানুয়ারি থেকে গ্যাসের দাম কমা রাজস্থানে কার্যকর হবে। উজ্জ্বলা যোজনার অন্তরে থাকলে গ্যাসের দাম ৫০ টাকা কমে ৪৫০ টাকায় পাওয়া যাবে।
About Author