Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Kia new car: KIA ভারতের বাজারে আনছে প্রথম হাইব্রিড এসইউভি, সরাসরি টক্কর মারুতির সাথে

ভারতীয় গাড়ির বাজারে ক্রমাগত জনপ্রিয়তা পেতে শুরু করেছে KIA মোটরস। তাদের নতুন গাড়ি গুলি ভারতীয় বাজারে বেশ ভালো জনপ্রিয়তা পেয়ে থাকে। ইতিমধ্যেই কোম্পানি ভারতের বাজারে তাদের নতুন একটি গাড়ি লঞ্চ…

Avatar

ভারতীয় গাড়ির বাজারে ক্রমাগত জনপ্রিয়তা পেতে শুরু করেছে KIA মোটরস। তাদের নতুন গাড়ি গুলি ভারতীয় বাজারে বেশ ভালো জনপ্রিয়তা পেয়ে থাকে। ইতিমধ্যেই কোম্পানি ভারতের বাজারে তাদের নতুন একটি গাড়ি লঞ্চ করে দিয়েছে। এই নতুন গাড়িটির নাম দেওয়া হয়েছে KIA SELTOS। সম্প্রতি এই নতুন গাড়িটির একটি মিডলাইফ আপডেট দেওয়া হয়েছে। ২০২৪ সালে জানুয়ারি মাসে তাদের শোরুমে নতুন করে এই গাড়িটি সরবরাহ করতে চলেছে কোম্পানিটি। KIA কার্নিভালে এই গাড়িটি লঞ্চ করা হয়েছিল এবং সেই সময় নতুন প্রজন্মের এসইউভি হিসেবে বেশ নাম করেছিল এই গাড়িটি। এছাড়াও ২০২৪ সালে ভারতীয় বাজারে KIA কোম্পানিটি KIA EV9 ইলেকট্রিক লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে।

এই সময়ে ভারতীয় বাজারে কোম্পানিটি HYUNDAI EXTER এর মত গাড়ির সঙ্গে সরাসরি মোকাবিলা করতে চলেছে। অন্যদিকে আবার KIA CLAVIS নামের একটি নতুন গাড়ি এই পোর্টফোলিওতে যুক্ত করেছে কোম্পানিটি। মনে করা হচ্ছে এই নতুন নাম দিয়ে ভারতের বাজারে আসবে কিয়া কোম্পানির নতুন গাড়ি। অনেক মিডিয়া রিপোর্ট দাবি করছে, ঐতিহ্যবাহী ডিজেল পাওয়ার ট্রেনের উত্তরসূরী হিসেবে একটি নতুন হাইব্রিড প্রযুক্তি বাজারে আনার প্রস্তুতি নিয়েছে কোম্পানিটি। আপনাদের জানিয়ে রাখি, এই গাড়িটি কিন্তু ইতিমধ্যেই ভারতীয় বাজারে বেশ জনপ্রিয় এবং প্রায় ৪০ শতাংশ KIA গাড়ি এই একই প্রযুক্তির উপরে তৈরি হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনাদের জানিয়ে রাখি দক্ষিণ কোরিয়ার এই অটোমোবাইল নির্মাতা KIA বিশ্ববাজারে নানা ধরনের গাড়ি বিক্রি করে থাকে। এর মধ্যে একটি গাড়িতে আপনি ১.৬ লিটারের ডাইরেক্ট ইনজেকশন টার্বো চার্জ পেট্রল ইঞ্জিন পেয়ে যান, যা একটি সরাসরি কম্প্যাক্ট ব্যাটারির সাথে এবং একটি বৈদ্যুতিক মোটর এর সাথে যুক্ত। এছাড়াও নতুন গাড়িতে কোম্পানি একটি এক লিটারের টার্বো চার্জ পেট্রোল ইঞ্জিন অফার করতে চলেছে। যদি সেটা আসে তাহলে সরাসরি মারুতি সুজুকির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে KIA

About Author