Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জমকালো ফির্চাস নিয়ে হাজির নোকিয়ার এই ধাসু স্মার্টফোন, দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন

আর নয় অপেক্ষা, এবার স্বপ্ন হবে পূরণ। খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে শক্তিশালী স্মার্টফোন Nokia Magic Max। ইতিমধ্যে দুর্দান্ত এই স্মার্টফোনের একাধিক বৈশিষ্ট্য প্রকাশ্যে এসেছে। যা দেখে ফোনটি…

Avatar

আর নয় অপেক্ষা, এবার স্বপ্ন হবে পূরণ। খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে শক্তিশালী স্মার্টফোন Nokia Magic Max। ইতিমধ্যে দুর্দান্ত এই স্মার্টফোনের একাধিক বৈশিষ্ট্য প্রকাশ্যে এসেছে। যা দেখে ফোনটি কেনার জন্য লাইন দিতে শুরু করেছেন গ্রাহকরা। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, iPhone-এর লুকে ধাসু ফোন লঞ্চ করতে চলেছে Nokia। এছাড়া শক্তিশালী এই স্মার্টফোনে একাধিক অবিশ্বাস্য ফির্চাস দেখতে পাবেন গ্রাহকরা। প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি, বাজার সেরা এই স্মার্টফোনটি 2024 সালের প্রথমে লঞ্চ হবে ভারতে। যার প্রাথমিক মূল্য 32,990 টাকার কাছাকাছি হতে পারে বলে মনে করা হচ্ছে।

নিবন্ধের শুরুতে যদি নোকিয়ার এই নতুন ফোনের দূর্দান্ত ফির্চাস সম্পর্কে বলি, তবে এই ফোনে একটি 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যা গরিলা গ্লাস প্রটেকশন সহ 120Hz রিফ্রেশ রেট সমর্থন করতে সক্ষম। পাশাপাশি দুর্দান্ত এই স্মার্টফোনের ক্যামেরা সম্পর্কে বলি, তবে 144MP প্রাইমারি ক্যামেরার পাশাপাশি 64MP + 48MP এর দুটি ভিন্ন ক্যামেরা সেন্সর দেখা যাবে মোবাইলটির পেছনে। এছাড়া কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, সেলফি তোলার জন্য 64MP-র দুর্দান্ত সেলফি ক্যামেরা থাকবে তাদের নতুন এই মোবাইলটিতে। দুর্দান্ত ক্যামেরা সেটআপ গ্রাহকদের দৃষ্টি আকর্ষণে সহায়তা করবে বলে মনে করছে এই মোবাইল নির্মাণ কোম্পানি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদি ফোনটির অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে 8GB/12GB/16GB RAM এর সাথে 256GB/512GB ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্ট লক্ষ্য করবেন গ্রাহকরা। এছাড়া নতুন এই ফোনটিতে 180W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6900mAh-এর বিশাল ব্যাটারি ভান্ডারের থাকবে বলেও জানা গেছে। শুধু তাই নয়, বিশাল এই ফার্স্ট চার্জার মাত্র কয়েক মিনিটে মোবাইল টিকে সম্পূর্ণ চার্জ করতে সক্ষম হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। যদি শক্তিশালী এই স্মার্টফোনের দামের কথা বলি, সেক্ষেত্রে এর প্রারম্ভিক মূল্য 35 হাজার টাকার কাছাকাছি হতে পারে বলে মনে করছেন মার্কেট বিশেষজ্ঞরা।

About Author