Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ২৫ টাকায় চাল বিক্রি করবে সরকার, কোথায় এবং কবে থেকে পাবেন এই চাল? জানুন সবকিছু বিস্তারিত

মুদ্রাস্ফীতি মোকাবেলায় ফের একবার একটা বড় প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। আটা ও ডালের পর এবার সাধারণ মানুষকে মূল্যস্ফীতি থেকে মুক্তি দিতে সরকার সাধারণ মানুষকে সস্তায় চাল দেওয়ার পরিকল্পনা নিয়েছে। কেন্দ্রীয়…

Avatar

মুদ্রাস্ফীতি মোকাবেলায় ফের একবার একটা বড় প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। আটা ও ডালের পর এবার সাধারণ মানুষকে মূল্যস্ফীতি থেকে মুক্তি দিতে সরকার সাধারণ মানুষকে সস্তায় চাল দেওয়ার পরিকল্পনা নিয়েছে। কেন্দ্রীয় সরকার ভারত ব্র্যান্ডের অধীনে ভারত আটা এবং ভারত ডাল চালু করেছে। আর এবারে এই ব্র্যান্ডকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার এই ব্র্যান্ডের আওতায় আসতে চলেছে ভারত রাইস। এর দাম রাখা হবে প্রতি কেজি ২৫ টাকা। ঊর্ধ্বতন এক কর্মকর্তা এই ব্যাপারে আমাদের তথ্য দিয়েছেন।

তিনি বললেন, সরকার সবসময় পরিকল্পনা করে থাকে, যাতে কোনো শস্যের দাম বাড়লে যেনো মূল্যস্ফীতি থেকে জনগণকে রেহাই দেয়া যায়। আর এর জন্যই প্রয়োজন হয় কিছু বিশেষ খাদ্যশস্যের। তাই এই প্রকল্প চালু হলে অনেকটাই ভর্তুকি হারে চাল দেওয়া হবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সরকার ভারতের ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন (Nafed), ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NCCF), এবং কেন্দ্রীয় ভান্ডারের মাধ্যমে ভারত চাল বিতরণ করেছে। এটি আউটলেটের পাশাপাশি সরকারি সংস্থাগুলির মাধ্যমেও বিক্রি করা হতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর আগে যদিও সরকার চালের দাম বাড়ার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেছিল। সরকার জানিয়েছে, নন-বাসমতি চালের দাম কেজিপ্রতি ৫০ টাকায় পৌঁছেছে। সেখানেই, সরকার ব্যবসায়ীদের চাল প্রতি কেজি প্রায় ২৭ টাকায় সরবরাহ করছে। মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে সরকার। এই লক্ষ্যেই এবারে চালু হলো ভারত ব্র্যান্ডের প্যাকেটজাত শস্য। এই ব্রান্ডের অন্যান্য জিনিসের ব্যাপারে বলতে গেলে, ভারত ব্র্যান্ডের আটার দাম প্রতি কেজি ২৭.৫০ টাকা। প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ৬ নভেম্বর দিল্লিতে এই ব্র্যান্ডটি চালু করেন। এই ‘ভারত আটা’ ১০ এবং ৩০ কেজির প্যাকে পাওয়া যাচ্ছে। এটি NAFED, NCCF, Safal, Mother Dairy এবং অন্যান্য সমবায় প্রতিষ্ঠানের মাধ্যমেও বিক্রি করা হচ্ছে। ভারত আটা প্রায় ২০০০ খুচরা আউটলেটে উপলব্ধ করা হয়েছিল। এ জন্য সরকারি সংস্থাগুলোকে আড়াই লাখ মেট্রিক টন গম দেওয়া হয়েছে।

About Author