Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ৭,২০০ টাকায় কিনুন Yamaha-র এই হাইব্রিড স্কুটার, দেখে নিন দাম এবং অবিশ্বাস্য ফির্চাস

বিগত কয়েক বছরে ভারত তথা বিশ্ব বাজারে বাইকের পাশাপাশি বেড়েছে স্কুটার বিক্রির হার। বিশেষ করে আধুনিক প্রযুক্তিতে নির্মিত স্কুটারগুলো বেশি পছন্দ করছেন গ্রাহকরা। প্রসঙ্গটি মাথায় রেখে এবার ভারতের বাজারে হাইব্রিড…

Avatar

বিগত কয়েক বছরে ভারত তথা বিশ্ব বাজারে বাইকের পাশাপাশি বেড়েছে স্কুটার বিক্রির হার। বিশেষ করে আধুনিক প্রযুক্তিতে নির্মিত স্কুটারগুলো বেশি পছন্দ করছেন গ্রাহকরা। প্রসঙ্গটি মাথায় রেখে এবার ভারতের বাজারে হাইব্রিড স্কুটার লঞ্চ করেছে Yamaha। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, Yamaha RayZR 125 Fi Hybrid নামে এই স্কুটারটি গ্রাহকদের অন্যতম পছন্দের স্কুটার হয়ে উঠবে খুব শীঘ্রই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই, বাজারের সেরা এই স্কুটারটি ক্রয় করতে মাত্র ৭,২০০ টাকা খরচ করতে হবে গ্রাহকদের। স্কুটার ক্রয়ের পরিকল্পনা জানার পূর্বে চলুন জেনে নেওয়া যাক Yamaha RayZR 125 Fi Hybrid-র অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে-প্রথমে যদি শক্তিশালী এই স্কুটারের অবিশ্বাস্য বৈশিষ্ট্যের কথা বলি, সেক্ষেত্রে এর ইঞ্জিন সম্পর্কে প্রথমেই ধারণা দিতে হবে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তাদের এই হাইব্রিড স্কুটারে 125 cc 4-স্ট্রোক SOHC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এখানেই শেষ নয়, শক্তিশালী এই ইঞ্জিনটি 6500 rpm-এ সর্বোচ্চ 8.2 Ps শক্তি এবং 5,000 rpm-এ 10.3 Nm-এর পিক টর্ক জেনারেট করতে সক্ষম বলেও জানানো হয়েছে। এছাড়া, এই হাইব্রিড স্কুটার লিটার প্রতি তেলে ৭১ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।পাশাপাশি ভারতের বাজারে উপলব্ধ অন্যান্য স্কুটারের মত সকল বৈশিষ্ট্য উপলব্ধ রয়েছে এই হাইব্রিড স্কুটারে। যদি অনন্য বৈশিষ্ট্যের এই গাড়িটির দামের কথা বলি, সেক্ষেত্রে এর শোরুম মূল্য নির্ধারণ করা হয়েছে ৯০,৮৩০ টাকা। যা অন রোড ১,০৪,৫৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সম্পূর্ণ টাকা একত্রে বিনিয়োগ করতে না পারলে ব্যাংক থেকে লোন নিয়ে সব কিস্তির মাধ্যমে স্কুটারের মূল্য পরিশোধ করতে পারবেন আপনি। সেক্ষেত্রে ৭,২০০ টাকা ডাউনপেমেন্টের পাশাপাশি ৯.৭ শতাংশ সুদে মাসিক ৩,১২৮ টাকা কিস্তিতে বাকি অর্থ পরিশোধ করতে পারবেন।
About Author