Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাজারের সব ফোনকে মাটি ধরাবে এই স্মার্টফোন, সেরা সেরা ফিচার দিয়েছে কোম্পানি

মটোরোলা এজ ৪০ ভারতে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির দাম ৩০ হাজার টাকারও কম। এর প্রধান এর মধ্যে রয়েছে ১৪৪ হার্জ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। চলুন জেনে নেওয়া যাক…

Avatar

মটোরোলা এজ ৪০ ভারতে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির দাম ৩০ হাজার টাকারও কম। এর প্রধান এর মধ্যে রয়েছে ১৪৪ হার্জ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। চলুন জেনে নেওয়া যাক মটোরোলা এজ ৪০ এর দাম ও ফিচার।

মটোরোলা এজ ৪০-গে রয়েছে ৬.৫৫ ইঞ্চি ফুল-এইচডি+ (২৪০০ x ১০৮০ পিক্সেল) পোলেড ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। এর ডিসপ্লে স্যান্ডব্লাস্ট অ্যালুমিনিয়াম বেজেল থেকে তৈরি। এতে রয়েছে কার্ভড থ্রিডি গ্লাস অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট লেপ। এটি একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ ৫ জি এসওসি দ্বারা চালিত। মোবাইলে অ্যান্ড্রয়েড ১৩ নিয়ে কাজ করে। মটোরোলা এজ ৪০ ৮ গিগাবাইট RAM এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজ দ্বারা চালিত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Motorola Edge 40 Neo 1

মটোরোলা এজ ৪০-তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এর প্রথম সেন্সরটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল। দ্বিতীয়টি ম্যাক্রো ভিশনের জন্য একটি আল্ট্রাওয়াইড লেন্স সহ একটি ১৩ মেগাপিক্সেল সেন্সর। মটোরোলা এজ ৪০-তে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর। এতে রয়েছে ৬৮ ওয়াট টার্বোপাওয়ার তারযুক্ত চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টসহ ৪৪০০ এমএএইচ ব্যাটারি। কানেক্টিভিটির দিক থেকে ওয়াইফাই ৬, ব্লুটুথ ভি ৫.২ এবং জিপিএসের মতো ফিচার দেওয়া হয়েছে এই ফোনে। ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সেন্সর।

মটোরোলা এজ ৪০ ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে পাওয়া যায়। এর দাম ২৯,৯৯৯ টাকা। মটোরোলা এজ ৪০ স্মার্টফোনের কালার অপশনের মধ্যে ইকলিপস ব্ল্যাক, লুনার ব্লু এবং নেবুলা গ্রিন রঙে চালু করা হয়েছে। অন্যদিকে নীল ভ্যারিয়েন্টে রয়েছে ম্যাট অ্যাক্রাইলিক রিয়ার প্যানেল।

About Author