Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

5G এর দুনিয়ায় ঝড় তুলতে আসছে Vivo কোম্পানির নতুন Vivo V25 Pro, জানুন সমস্ত ফিচার

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Vivo সম্প্রতি তাদের নতুন স্মার্টফোন Vivo V25 Pro লঞ্চ করেছে। কম দামে এই স্মার্টফোনটিতে অনেক আশ্চর্যজনক ফিচার দেওয়া হচ্ছে। এই স্মার্টফোনটির সব থেকে বড় ফিচার হলো এটি…

Avatar

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Vivo সম্প্রতি তাদের নতুন স্মার্টফোন Vivo V25 Pro লঞ্চ করেছে। কম দামে এই স্মার্টফোনটিতে অনেক আশ্চর্যজনক ফিচার দেওয়া হচ্ছে। এই স্মার্টফোনটির সব থেকে বড় ফিচার হলো এটি হলো একটি নতুন ফাইভজি স্মার্টফোন। সস্তা দামের মধ্যে আপনি এই স্মার্টফোনে পেয়ে যাবেন কিছু দুর্দান্ত ফিচার। আসুন জেনে নেওয়া যাক এই ফোনে কী কী ফিচার দেওয়া হচ্ছে , এর দাম কী এবং কোথায় আপনি এটা কিনতে পারবেন।

ভারতে Vivo V25 Pro এর দাম

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Vivo-এর এই স্মার্টফোন দুটি স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ করা হয়েছে। ৮GB RAM এবং ১২৮GB স্টোরেজ সহ Vivo V25 Pro এর বেস ভেরিয়েন্টটি ৩৫,৯৯৯ টাকা দামে কেনা যাবে। ১২GB RAM এবং ২৫৬GB ইন্টারনাল স্টোরেজ সহ এর ভেরিয়েন্টটি ৩৯,৯৯৯ টাকায় কেনা যাবে।

Vivo V25 Pro স্পেসিফিকেশন

কার্ভ ফ্রন্ট ডিসপ্লে সহ এই ফোনটির গ্লাস ডিজাইন করা হয়েছে। এই ফোনটিতে ৬.৫৩-ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যায় রেজোলিউশন ফুল HD+ এবং স্ক্রিন কোয়ালিটি AMOLED। এতে ১২০Hz রিফ্রেশ রেট দেওয়া হচ্ছে। কোয়ালকম স্ন্যাপড্রাগণ ৮৯৮+ প্রসেসর দেওয়া হবে এই স্মার্টফোনে। Vivo V25 Pro ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসবে, যার মধ্যে রয়েছে ৬৪MP প্রাইমারি সেন্সর, ৮MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২MP ম্যাক্রো ক্যামেরা। ৩২MP ফ্রন্ট ক্যামেরা সহ এই ফোনে ৪,৮৩০mAh ব্যাটারি এবং ৬৬W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

About Author