Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতীয় বাজারে লঞ্চ হল Poco M6 5G, দাম ১০ হাজার টাকারও কম, জানুন বিস্তারিত স্পেসিফিকেশন

চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি Poco আজ ভারতে তাদের নতুন 5G স্মার্টফোন Poco M6 5G লঞ্চ করেছে। এই ফোনটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এর বেস ভেরিয়েন্টে ৪ জিবি র‍্যাম…

Avatar

চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি Poco আজ ভারতে তাদের নতুন 5G স্মার্টফোন Poco M6 5G লঞ্চ করেছে। এই ফোনটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এর বেস ভেরিয়েন্টে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে, যার দাম ১০,৪৯৯ টাকা। মিড-রেঞ্জ ভেরিয়েন্টে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে, যার দাম ১১,৪৯৯ টাকা। টপ-অফ-দ্য-লাইন ভেরিয়েন্টে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে, যার দাম ১৩,৪৯৯ টাকা। ICICI ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে হাজার টাকা ছাড়ে এই হ্যান্ডসেটটি কিনতে পারেন। দামের নিরিখে এই ফোন যে বাজেট স্মার্টফোনের সেগমেন্টে রাজ করবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই। এই ফোনের ফিচার শুনলে আপনিও অবাক হবেন। Poco M6 5G ফোনের বিস্তারিত স্পেসিফিকেশন জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।Poco M6 5G ফোনটিতে ৬.৭৪ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ১০৮০ x ২৪০০ পিক্সেল। ডিসপ্লেটিতে ৯০ হার্জের রিফ্রেশ রেট রয়েছে। প্রসেসর হিসেবে এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ চিপসেট রয়েছে। ক্যামেরা হিসেবে এতে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এর প্রাইমারি ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেল, যার অ্যাপারচার f/1.8। সেকেন্ডারি ক্যামেরাটি ২ মেগাপিক্সেল, যার অ্যাপারচার f/2.4। সেলফি ক্যামেরাটি ৫ মেগাপিক্সেল, যার অ্যাপারচার f/2.2।ব্যাটারি হিসেবে এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Poco M6 5G ভারতে লঞ্চ হওয়া অন্যান্য 5G স্মার্টফোন যেমন রেডমি ১৩সি ৫জি এবং রিয়েলমি সি৬৭-এর তুলনায় দামে কিছুটা বেশি। তবে, এর ফিচার এবং স্পেসিফিকেশন বিবেচনা করলে এই দামটা যৌক্তিক বলে মনে হয়। আপনি যদি বাজেট মূল্যে ফোন কিনতে চান, তাহলে এখন এই Poco M6 5G আপনার জন্য বেস্ট অপশন হতে পারে।
About Author