Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এক সাথে দাম কমলো Motorola-র দুটি দামদার ফোনের, আজকেই করুন বুকিং

এই সুযোগ আর অবহেলার মিস করবেন না। আজকেই গ্রহণ করুন স্মার্টফোনের ওপর এই বাম্পার ডিসকাউন্ট। যদি এই মুহূর্তে আপনি দুর্দান্ত একটি স্মার্টফোন ক্রয় করতে চান, তাহলে আজকের নিবন্ধটি মনোযোগ দিয়ে…

Avatar

এই সুযোগ আর অবহেলার মিস করবেন না। আজকেই গ্রহণ করুন স্মার্টফোনের ওপর এই বাম্পার ডিসকাউন্ট। যদি এই মুহূর্তে আপনি দুর্দান্ত একটি স্মার্টফোন ক্রয় করতে চান, তাহলে আজকের নিবন্ধটি মনোযোগ দিয়ে পড়ুন। কারণ আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বর্তমান সময়ের সেরা ডিল সম্পর্কে। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, বর্তমানে দুটি 5G স্মার্টফোনের উপর দুর্দান্ত ছাড় দিচ্ছে Motorola। তবে অফারটি জানার পূর্বে চলুন জেনে নেওয়া যাক, কোন দুটি ফোনের উপর ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে-

আমরা আপনাদের বলি, চলতি বছরের মাঝামাঝি সময়ে Motorola Razr 40 এবং Razr 40 Ultra নামের দুটি স্মার্ট ফোন একত্রে লঞ্চ করেছে সংস্থাটি। যদি এই মুহূর্তে আপনি সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফ্লিপ স্টাইলের ফোল্ডেবল স্মার্টফোন ক্রয় করতে চান, সেক্ষেত্রে Motorola Razr 40 Ultra এবং Motorola Razr 40 আপনার জন্য হয়ে উঠতে পারে সেরা বিকল্প। কারণ বর্তমানে এই স্মার্টফোন গুলোর ওপর ১০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদি Motorola Razr 40 Ultra এবং Motorola Razr 40 ফোনের দুর্দান্ত ফোনের অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে বলি, তবে এই স্মার্ট ফোনে FHD+ pOLED প্রাইমারি ডিসপ্লে ব্যবহার করেছে কোম্পানি। ডিসপ্লেটি 144Hz রিফ্রেস রেট সমর্থন করতে সক্ষম বলেও দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে। পাশাপাশি দুর্দান্ত এই স্মার্টফোনে 6.79 ইঞ্চির বিশাল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনটির ব্যাক প্যানেলে গরিলা গ্লাস 7 প্রটেকশন সহ 3.6-ইঞ্চির বড় সেকেন্ডারি টাচস্ক্রীন দেওয়া হয়েছে। যদি ফোন দুটির উপর ডিসকাউন্টের কথা বলি, তবে Moto Day উপলক্ষে আগামী ২৪শে ডিসেম্বর পর্যন্ত Motorola Razr 40 Ultra স্মার্টফোনের উপর ৭ হাজার টাকা এবং Motorola Razr 40 ফোনের ওপর ৫ হাজার টাকার ডিসকাউন্ট দিচ্ছে Motorola।

About Author