Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Jamal Kodu গানে সেরা নাচ, পারবেন এরকম করে দেখাতে?

বক্স অফিসে সব রেকর্ড ভাঙছে 'অ্যানিমেল'। ছবিটির দারুণ ভাবে উদ্বোধনের পর থেকে বিশ্বব্যাপী ৭০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। ছবিটির গল্প এবং পুরো স্টার কাস্টের শক্তিশালী অভিনয় মানুষের হৃদয় জয়…

Avatar

বক্স অফিসে সব রেকর্ড ভাঙছে ‘অ্যানিমেল’। ছবিটির দারুণ ভাবে উদ্বোধনের পর থেকে বিশ্বব্যাপী ৭০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। ছবিটির গল্প এবং পুরো স্টার কাস্টের শক্তিশালী অভিনয় মানুষের হৃদয় জয় করেছে। ছবিটি এই বছরের সবচেয়ে বেশি উপার্জনকারী চলচ্চিত্রগুলির মধ্যে একটি।

রণবীরের সংলাপ, ববি দেওলের নীরব অভিনয়, রণবীরের জীবনে তৃপ্তি ডিমরির আগমন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে, কিন্তু সেই সঙ্গে ‘জামাল কুডু’ গানটি ভাইরাল হচ্ছে। ইন্টারনেটে চেয়ে গিয়েছে এই গানের সঙ্গে বিভিন্ন ভাইরাল নাচের ভিডিও। এই প্রতিবেদনে তেমনই একটি নাচের ভিডিও তুলে ধরা হল, যেখানে এক মেয়েকে দুর্দান্ত কায়দায় নাচতে দেখা গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

‘অ্যানিম্যাল’ ছবিতে আবরারের (ববি দেওল) প্রবেশের সময় মাথায় গ্লাস নিয়ে নাচ করেছিলেন। এ সময় ‘জামাল কুডু’ গানটি বাজানো হয় এবং উৎসবমুখর পরিবেশ দেখানো হয় পর্দায়। এ সময় একটি গ্রুপে দাঁড়িয়ে থাকা এক মেয়েকে এই গানটি গাইতে দেখা যায়। মেয়েটির অভিব্যক্তিগুলি বেশ সুন্দর এবং তিনি এক নজরে মানুষের মনোযোগ আকর্ষণ করছেন। তার থেকেও বেশি মানুষের মধ্যে চর্চায় থেকেছে ববি দেওলের নাচ। সেই নাচ এখন অনেকে নিজের মতো করে অনুকরণ করছেন। এই গানের ওপর অনেক নাচের ভিডিও বেশ ভাইরাল হয়েছে।

সম্প্রতি তিনি ‘জামাল কুডু’ গানটির উপর একটি নাচের রিল তৈরি করেছেন, যা বেশ ভাইরাল হচ্ছে। এই মহিলা যে বেলি নাচের ব্যাপারে বেশ দক্ষ সেটা আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তিনি এই নাচের ফর্মটিতে অনেক ভিডিও তৈরি করেছেন। গানের প্রতিটা বিটের সঙ্গে ছন্দ মিলিয়েছেন এই শিল্পী। ভিডিওতে বেশ কয়েক হাজার লাইক পড়েছে ইতিমধ্যে। সেই সঙ্গে বহু মানুষ ভিডিওতে কমেন্ট করেছেন ও প্রচুর লাইক পড়েছে।

About Author