Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Dance Video: খোলা চুলে মনে লাড্ডু ফুটাচ্ছেন কোমল রঙ্গিলি, বুড়োরা ওড়াচ্ছেন নোটের পর নোট

সম্প্রতি কোমলের একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কোমল রঙ্গিলি এই গানে যথারীতি সাবলীলভাবে নাচ করেছে ওপেন স্টেজে। এই ভিডিওতে কোমল তার খুবই জনপ্রিয় একটি বলিউড গানে পারফর্ম করছেন।…

Avatar

সম্প্রতি কোমলের একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কোমল রঙ্গিলি এই গানে যথারীতি সাবলীলভাবে নাচ করেছে ওপেন স্টেজে। এই ভিডিওতে কোমল তার খুবই জনপ্রিয় একটি বলিউড গানে পারফর্ম করছেন। কোমল রঙ্গিলি ঠিক সেই গান অনুযায়ী নাচ করেছেন। ভাইরাল হওয়া এই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে কোমল রঙ্গিলি খোলা চুলে অনেকের মন চুরি করতে দেখা গিয়েছে। এছাড়াও, তাকে বারবার মঞ্চে শুয়ে অনুষ্ঠানের উন্মাদনা বারংবার বাড়িয়েছেন আগের থেকে বেশি। তার নাচের স্টেপ দেখে পাশে বসে থাকা বড় নৃত্যশিল্পীও অবাক হয়ে যান নিশ্চই।

যতদিন কোমলের নাচ চলতে থাকবে, ততক্ষণ উপস্থিত দর্শকের চোখ আটকে থাকবে মঞ্চের দিকে। মানুষ বার বার মঞ্চে ওঠার চেষ্টা করছে ভিডিওতে এমটাও দেখা গিয়েছে। একই সঙ্গে কোমলের নাচের সময় অনেকেই নোট ছুঁড়তে থাকেন অকাতরে। কোমল রঙ্গিলি শুধু হরিয়ানী গানের জন্যই পরিচিত নন, পাঞ্জাবি ও রাজস্থানি গানে পারফরম্যান্স করে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। হিন্দি গানে কোমল রঙ্গিলির নাচের ভিডিও প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কোমল রঙ্গিলি হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশে প্রচুর ফ্যান ফলোয়িং অর্জন করেছেন। এ কারণেই তার যে কোনো গান অল্প সময়ের মধ্যে মানুষের হৃদয় ও মনে আধিপত্য বিস্তার করে থাকে। সারা দেশে কোমল রঙ্গিলির জনপ্রিয়তা বাড়ছে দিনের পর দিন। এই নৃত্যশিল্পীর উন্মাদনা এতটাই যে মানুষ স্বপ্নার মতো নৃত্যশিল্পীকেও ভুলে যেতে পারে। কোমল মাত্র তিন থেকে চার বছরের মধ্যে নিজেকে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা করেছেন। তার নাচের প্রতিভা সত্যিই প্রশংসা করার মতো। নৃত্যশিল্পীকে দেখতে দূর দূরান্ত থেকে মানুষ অনুষ্ঠানে উপস্থিত হয়।

About Author