Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিপাকে অভিমন্যু মুখোপাধ্যায়ের ‘টেকো’! ছবির মুক্তি ঘিরে জল্পনা তুঙ্গে

কেয়া সেন : আলিপুর কোর্ট থেকে আইনি নোটিশ পেল প্রযোজনা সংস্থা "সুরিন্দর ফিল্মস"। নেপথ্যে অভিমন্যু মুখোপাধ্যায়ের আপকামিং ছবি "টেকো"। গুঞ্জন ছিল "বালা", "উজরা চমন" ছবি গুলোর সঙ্গে গল্পের মিল থাকায়…

Avatar

কেয়া সেন : আলিপুর কোর্ট থেকে আইনি নোটিশ পেল প্রযোজনা সংস্থা “সুরিন্দর ফিল্মস”। নেপথ্যে অভিমন্যু মুখোপাধ্যায়ের আপকামিং ছবি “টেকো”। গুঞ্জন ছিল “বালা”, “উজরা চমন” ছবি গুলোর সঙ্গে গল্পের মিল থাকায় “টেকো” মুক্তিতে সমস্যা হচ্ছে। বিষয়টি সঠিক ভাবে জানতে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন

“ছবির গল্প নিয়ে কোনো সমস্যা হয়নি, তবে কোনো এক হেয়ার অয়েল প্রস্তুতকারি সংস্থা, ছবির দৃশ্যে বিজ্ঞাপন -এর অপপ্রচারের দাবি তুলে আইনি পদক্ষেপ নিয়েছে, এবং ছবির ট্রেলার ও বন্ধ করতে বলেছেন”।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিপাকে অভিমন্যু মুখোপাধ্যায়ের 'টেকো'! ছবির মুক্তি ঘিরে জল্পনা তুঙ্গে

কোনো রকম ঝামেলা না করে ইতি মধ্যেই ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে “টেকো”-র ট্রেলার। এখন দেখার সমস্ত ঝামেলা মিটিয়ে নির্ধারিত দিনে ছবি মুক্তি পায় কি না।

About Author