ভারতের বুকে একাধিক কোম্পানি বিভিন্ন বাজেট মূল্যের বাইক নিয়ে আসে। আর ভারতীয় জনতা দের মধ্যে বাজেট মূল্যের বাইকের জনপ্রিয়তা অন্য লেভেলের। হোন্ডা কোম্পানির একাধিক বাইক ব্যাপক বিক্রি হয় ভারতীয় বাজারে। ভারতের বাইক বাজারে ১২৫ সিসি সেগমেন্টে Honda Shine সবচেয়ে জনপ্রিয় বাইক। এই বাইকটির ভালো পারফরম্যান্স এবং মাইলেজের জন্য এটি গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়। এমনকি এই বাইক টক্কর দিয়ে থাকে বাজেট বাইকের রাজা Hero Splendor বাইকের সাথে। আপনাদের জানিয়ে রাখি এই নতুন হন্ডা শাইন কেনার জন্য প্রায় ১ লক্ষ টাকা খরচ করতে হয়। তাই, অনেকেই কম দামে এই বাইকটি পেতে সেকেন্ড হ্যান্ড মার্কেটে কিনতে আগ্রহী হন।
ভারতের সেকেন্ড হ্যান্ড বাইক মার্কেটে হন্ডা শাইন বেশ প্রচলিত। এই মার্কেটে ২০১২ থেকে ২০১৬ মডেলের হন্ডা শাইন পাওয়া যায়। এই বাইকগুলোর দাম ৫০ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। কয়েকটি জনপ্রিয় সেকেন্ড হ্যান্ড বাইক মার্কেট হল Quikr এবং OLX। এই মার্কেটগুলোতে হন্ডা শাইন কেনার জন্য বেশ ভালো সুযোগ রয়েছে। Quikr ওয়েবসাইটে ২০১২ মডেলের হন্ডা শাইন ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এই বাইকটিতে ৫০ হাজার কিলোমিটার চলেছে। এর কন্ডিশন এখনও বেশ ভালো আছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএছাড়া OLX মার্কেটে ২০১৪ মডেলের হন্ডা শাইন ১৭ হাজার ৩৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এই বাইকটি দেখতে এখনও বেশ ভালো অবস্থায় আছে। বাইকটি দিল্লি এনসীয়ার এ রেজিস্টার করা। এছাড়াও OLX ওয়েবসাইটে ২০১৫ মডেলের হন্ডা শাইন ৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এই বাইকটিতে ৫০ হাজার কিলোমিটার পথ চলেছে। এর কন্ডিশন বেশ ভালো আছে। তাই আপনি একটি বাজেট মূল্যের বাইক কিনতে চাইলে এই Honda Shine বাইকের সেকেন্ড হ্যান্ড ডিলগুলি সমন্ধে ভেবে দেখতে পারেন।