বিজাপুর : ছত্তিশগড়ে মাওবাদী ক্রমশ নাড়াচাড়া দিয়ে বসেছিল। আর এই সেই কারণে মাওবাদী দমন অভিযান শুরু করে সেনা। আর এই অভিযানে ছত্তিশগড়ের বিজাপুরে শহীদ হয় একজন সিআরপিএফ জওয়ানের। ডেপুটি ইনস্পেক্টর জেনারেল সুন্দররাজ পি জানিয়েছে, ‘সূত্র মারফত খবর পেয়ে CRPF এর ১৫১ ব্যাটালিয়ন ও তাদের এলিট কোবরা বাহিনীর ২৪০তম ব্যাটালিয়ন একসাথে বৃহস্পতিবার ভোর চারটার দিকে তল্লাশি শুরু করে। এই অভিযানে বেশ কয়েকজন মাওবাদীরা মৃত্যু হয়েছে’।
আরও পড়ুন : মহারাষ্ট্রে সরকার গড়বে বিজেপি-শিবসেনা, বিরোধীর ভূমিকায় এনসিপি
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমাওবাদীরা জওয়ানদের দিকে লক্ষ্য করে গুলি ছুড়লে পাল্টা গুলি ছুড়ে জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই। জওয়ানদের সাথে পাল্লা দিতে না পেরে পালিয়ে যায় তারা। ডিআইজি জানালেন, ‘এই ঘটনায় সিআরপিএফ-এর ব্যাটালিয়নের একজন কনস্টেবল কামতা প্রসাদের গুলি লাগে। তাকে পাশেই হাসপাতালে নিয়ে যাওয়া হলেও হাসপাতালেই তার মৃত্যু হয়’।