Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Rishabh Pant: কেমন কাটলো ২০২৩ সাল? হৃদয়বিদারক জবাব দিলেন ঋষভ পন্থ

ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতের এই তারকা ক্রিকেটার। দিল্লি-দেরাদুন হাইওয়েতে রাস্তার ব্যারিকেটে ধাক্কা মেরে…

Avatar

ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতের এই তারকা ক্রিকেটার। দিল্লি-দেরাদুন হাইওয়েতে রাস্তার ব্যারিকেটে ধাক্কা মেরে গুরুতর ভাবে জখম হন ভারতীয় এই ক্রিকেটার। যার কারনে অস্ত্রপচারে মত গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে সময় কাটাতে হয়েছে ভারতের এই তরুণ ক্রিকেটারকে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনার আগে তিনি ভারতীয় দলের নিয়মিত ক্রিকেটার হয়ে উঠেছিলেন।

তবে মর্মান্তিক চোট কাটিয়ে বর্তমানে জাতীয় দলে ফেরার জন্য কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন ঋষভ পন্থ। কয়েক ঘন্টা ধরে শারীরিক ফিটনেস পরিচর্যা করছেন ভারতীয় এই ক্রিকেটার। মূলত, আগের চেয়ে হিংস্র হয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। অবসর সময়ের মধ্যে তিনি তার বডি ফিটনেসের ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাকে কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে সময় কাটাতে দেখা গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আমরা আপনাদের বলি, ২০২২ সালের ডিসেম্বর মাসে ভোররাতে কুয়াশার মধ্যে গাড়ি চালাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় এই ক্রিকেটার। আর এর পর থেকে তিনি এখনও পর্যন্ত ওডিআই বিশ্বকাপের আসর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর এবং এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ আসর মিস করেছেন।

তবে খুব শীঘ্রই যে তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন করছেন, সে ইঙ্গিত ইতিমধ্যে দিতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সম্প্রতি এক প্রশ্নের উত্তর দিয়ে সোশ্যাল মিডিয়ার আলোচনায় উঠে এসেছেন ভারতীয় এই ক্রিকেটার। RVCJ Media-তরফ থেকে ঋষভ পন্থকে জিজ্ঞাসা করা হয়, কেমন কাটলো ২০২৩ সাল? এই প্রশ্নের জবাবে ঋষভ পন্থ নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, “কঠিন এবং অনেক শিক্ষণীয়”। যা দেখে রীতিমতো অবাক হয়েছেন তার ভক্তরা।

About Author