বর্তমান যুগে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবার সুবিধা রয়েছে। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অগ্রগতির সাথে পাল্লা দিয়ে চলতে গেলে প্রত্যেককেই এই মোবাইল ফোন ব্যবহার করতে হয়। কর্মব্যস্ত জীবনের মাঝে টিভি বা রেডিওতে সময় অতিবাহিত করা, প্রায় দেখা যায় না বললেই চলে। পকেট থেকে স্মার্টফোন বার করে মাত্র এক ক্লিকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিচরণ করতে পছন্দ করেন সকলেই।
সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই এমন কিছু ভিডিও ভাইরাল হয়ে যায় যেগুলি ব্যাপারে হয়তো কেউ কল্পনা পর্যন্ত করতে পারে না। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার দৌলতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তার ‘কাঁচা বাদাম‘ গানটি সোশ্যাল মিডিয়াতে দারুণভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল। মুহূর্তের মধ্যেই তিনি একজন তারকা হয়ে উঠেছিলেন। আজও তাঁর গানের তালে নাচ করে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে চর্চায় আসেন রিল তারকারা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি যেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে তাতে দেখা গেছে ঘরের মধ্যে দুই বৌদি লাস্যময়ী কায়দায় ‘কাঁচা বাদাম‘ গানের তালে তাল মিলিয়ে ব্যাপক কায়দায় নাচ করছেন। তাঁদের গানের তালে শাড়ি পরে কোমর দোলানো দেখে লজ্জা পাবেন আপনিও। এই ভিডিওটি ইনস্টাগ্রামে এখন ব্যাপক ভাইরাল হচ্ছে। Sangita Biswas on Instagram নামক একটি ইন্সটাগ্রাম পেজে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ৪ হাজারের বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন। বলা বাহুল্য, এই ভিডিওটি প্রচুর মানুষ দেখেছেন। আপনার যদি বৌদিদের নাচের ভিডিওটি দেখতে মন চায়, তাহলে এখানেই দেখে নিতে পারেন।