Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইমরানকে চুমু খেতে বিশ্রী লেগেছিল, ঘনিষ্ঠ চুম্বন দৃশ্য নিয়ে বিস্ফোরক তনুশ্রী দত্ত

বলিউড দুনিয়ার পুরনো সিনেমা থেকে শুরু করে নতুন সিনেমা সবকিছুই নেটিজেনদের নখদর্পণে থাকে। বিভিন্ন সিনেমাতে বিভিন্ন ধরনের তারকা কাজ করে লাইমলাইটে আসেন। কেউ কেউ অনেক সিনেমা করেও দর্শকদের প্রিয় হতে…

Avatar

বলিউড দুনিয়ার পুরনো সিনেমা থেকে শুরু করে নতুন সিনেমা সবকিছুই নেটিজেনদের নখদর্পণে থাকে। বিভিন্ন সিনেমাতে বিভিন্ন ধরনের তারকা কাজ করে লাইমলাইটে আসেন। কেউ কেউ অনেক সিনেমা করেও দর্শকদের প্রিয় হতে পারেন না, তো আবার কেউ কেউ হাতেগোনা কয়েকটি সিনেমাতে অভিনয় করে দর্শকদের মনের মনিকোঠায় সর্বদা রয়ে যায়। খুব পুরনো না হলেও, হিন্দি রোমান্টিক মুভি ‘আশিক বানায়া আপনে’ একটা সময় ব্যাপক জনপ্রিয় ছিল দর্শকদের মধ্যে। আর হবে নাই বা কেন। সেই সিনেমার তারকা ছিলেন কিস স্পেশালিস্ট ইমরান হাশমি। সেইসঙ্গে ছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। সিনেমাটির বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তের ক্লিপ আজও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়।

ইমরানকে চুমু খেতে বিশ্রী লেগেছিল, ঘনিষ্ঠ চুম্বন দৃশ্য নিয়ে বিস্ফোরক তনুশ্রী দত্ত

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই সিনেমা রিলিজ করার পর থেকেই যুবক যুবতীরা ইমরান হাশমির কিসিং সিন দেখে রোমান্টিকতা এর জাদুতে মেতেছিলেন। এইসব সিন ফ্যান্টাসি প্রচুর মানুষের জন্য। অনেকেই মনে করেন তনুশ্রী দত্ত এই সিন করে খুব খুশি হয়েছিলেন। তবে সত্যিটা সম্পূর্ণ ভিন্ন। অভিনেত্রী নিজেই জানিয়েছেন যে এই সিন করাটা খুব বিশ্রী ছিল। ইমরানের সঙ্গে চুম্বন দৃশ্য নিয়ে তনুশ্রী দত্ত সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘একসময়কার এই চুম্বনের দৃশ্য টক অফ দ্য টাউন হলেও সিনেমার বাইরে আমাদের কোনও রসায়ন নেই৷ প্রথম থেকেই একজন অভিনেতা হিসেবেই আমি তাঁকে দেখে এসেছে৷‘

এছাড়াও তিনি যোগ করেছেন যে সকলেই বলেন যে ইমরান হাশমি একজন খুব ভালো কিসার। তবে এই কিসার বয় ইমেজ নিয়েও মন্তব্য করেছেন তনুশ্রী। তিনি বলেছেন যে তিনি নিজে এমন ভালো কিসার না। তিনি বলেন, ‘সবচেয়ে ভাল কিসার ইমরান হলেও আমি একেবারেই নয়৷ তিনটি ছবি করেছি ইমরানের সঙ্গে৷ তবে ইমরানের সঙ্গে চুম্বন অস্বস্তিদায়ক ছিল৷‘

About Author