Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এটাই হল জিওর সবথেকে সস্তা প্ল্যান, ৮৯৫ টাকায় ১১ মাসের বৈধতা পাচ্ছেন আপনারা

ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থার রিলায়েন্স জিও তার সস্তা বার্ষিক পরিকল্পনা গুলির জন্য বেশ পরিচিত। এই মুহূর্তে রিলায়েন্স জিওর কাছে এমন একটি পরিকল্পনা রয়েছে যার বৈধতা হলো ১১ মাস অর্থাৎ…

Avatar

ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থার রিলায়েন্স জিও তার সস্তা বার্ষিক পরিকল্পনা গুলির জন্য বেশ পরিচিত। এই মুহূর্তে রিলায়েন্স জিওর কাছে এমন একটি পরিকল্পনা রয়েছে যার বৈধতা হলো ১১ মাস অর্থাৎ ৩৩৬ দিন। ৮৯৫ টাকা দামের এই প্লানে গ্রাহকরা ৩৩৬ দিনের বৈধতা পেয়ে যাচ্ছেন। এটি হলো তাঁদের সবথেকে সস্তা এবং দীর্ঘমেয়াদী প্ল্যানআমরা যদি জিওর ৮৯৫ টাকা রিচার্জ প্ল্যানের ব্যাপারে জানতে চাই তাহলে, এখানে আপনারা ২৮ দিনের বারোটি রিচার্জ সাইকেল পেয়ে যাবেন। ৩০ দিনের প্ল্যানের সঙ্গে তুলনা করলে এখানে আপনারা ১১ মাসের বেশি ডাটা পেয়ে যাবেন। ২৪ জিবি ডেটা এমনিতেই পাচ্ছেন গ্রাহকরা। অন্যদিকে, ২৮ দিনের জন্য পাওয়া যাচ্ছে দুই জিবি করে ইন্টারনেট। এছাড়াও গ্রাহকরা আনলিমিটেড কলিং এর সুবিধা পেয়ে যাচ্ছেন। এখানে ২৮ দিনের জন্য বিনামূল্যে ৫০টি এসএমএস করার সুবিধা পাওয়া যাচ্ছে।যদি এই প্ল্যান আপনি গ্রহণ করেন তাহলে ২৮ দিনের জন্য আপনার খরচ হবে মাত্র ৭৫ টাকা করে। অন্যদিকে ৩০ দিনের হিসেবে দেখতে গেলে এই খরচ হবে ৮১ টাকা করে। এই রিচার্জ প্ল্যান মূলত তাদের জন্যই যারা কম দামে দীর্ঘমেয়াদি প্ল্যান খুঁজছেন । এই প্ল্যান তাদের জন্য উপকারী যারা দুটি সিম গ্রহণ করেছেন। যদি তাদের কাছে সেকেন্ড সিম হিসেবে জিওর এই সিম কার্ড থাকে তাহলে তারা সস্তায় সারা বছর এই সিম কার্ড ব্যবহার করতে পারছেন।
About Author