Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri: অঞ্জনার লাল ঠোঁটে ডুব দিলেন দীনেশ লাল, প্রকৃতির কোলে চলল লাগামছাড়া রোমান্স

ভোজপুরি তারকা দীনেশ লাল যাদব লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরে আবারও চলচ্চিত্রে সক্রিয় হয়ে উঠেছেন। দীনেশ লাল যাদব নিরহুয়ার উন্মাদনা ভক্তদের মধ্যে কতটা, তা আমরা ইউটিউবে দেখতে পাই প্রতি মুহূর্তে।…

Avatar

ভোজপুরি তারকা দীনেশ লাল যাদব লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরে আবারও চলচ্চিত্রে সক্রিয় হয়ে উঠেছেন। দীনেশ লাল যাদব নিরহুয়ার উন্মাদনা ভক্তদের মধ্যে কতটা, তা আমরা ইউটিউবে দেখতে পাই প্রতি মুহূর্তে। প্রতি দু’দিন অন্তর নিরহুয়ার কোনো না কোনো সিনেমা বা গান ইউটিউবে ট্রেন্ডিং হয়ে থাকে। আজ যে গানটি মানুষের হৃদয়ে রাজত্ব করেছে, তার লিরিক্স Hothwa Ke Laliya। এই হট গানে ভোজপুরি অভিনেত্রী অঞ্জনা সিংকে নিরহুয়ার সঙ্গে নাচতে দেখা যায়।

Hothwa Ke Laliya গানে আমরা দেখতে পাচ্ছি যে অঞ্জনা সিং একটি লাল এবং হলুদ রঙের শাড়ি পরেছেন এবং খুব হট দেখাচ্ছে তাকে। অন্য দিকে দীনেশ লাল যাদব একটি কালো সাদা রঙের কুর্তা পায়জামা পরেছেন। খুব সুন্দর লোকেশনে শ্যুট করা এই গানে অঞ্জনার সঙ্গে নিরহুয়ার রসায়ন খুব সুন্দর লাগছে। এই কারণেই মানুষ বারবার এই গানটি দেখছে, যার ফলে ভিউয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কয়েক কোটি। আশ্চর্যের বিষয় হল এই গানটি দীনেশ লাল যাদব গাননি, গানটি আসলে গেয়েছেন পাওয়ার স্টার পবন সিং এবং গায়িকা কল্পনা। গানের কথা লিখেছেন মনোজ দেহাতি। এই গানটি ভোজপুরির সুপারহিট ছবি জিগার মুভির।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অঞ্জনা সিং ভোজপুরির একজন বড় অভিনেত্রী। ১৫০টিরও বেশি ছবিতে অভিনয় করা অঞ্জনা সিংয়ের প্রচুর চাহিদা রয়েছে। রবি কিষাণ, পবন, খেসারি লাল যাদবের সঙ্গেও অনেক ছবিতে অভিনয় করেছেন অঞ্জনা। আম্রপালি দুবের সঙ্গে দীনেশ লাল যাদব নিরহুয়ার জুটি বেশ পছন্দ হয় দর্শকদের। তবে এক সাক্ষাৎকারে দীনেশ লাল যাদব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বলিউডে তাঁর প্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। ভোজপুরি গান ‘হোথোয়া কে লালিয়া’র ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়েছে। গানটি গেয়েছেন পবন সিং ও কল্পনা এবং গানের কথা লিখেছেন মনোজ মতলবি। গানের ভিডিওতে অঞ্জনা সিং এবং দীনেশ লাল যাদব নিরহুয়ার রোমান্স দেখানো হয়েছে।

About Author