Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

TATA Nano-র থেকেও কম দাম, বাইকের থেকেও সস্তা, ফিচার লোডেড গাড়ি এই থাকবে সবার বাড়ি

ভারতে বৈদ্যুতিক যানবাহনের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ছে। পেট্রল ও ডিজেল ছাড়া মানুষ বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে। বৈদ্যুতিক গাড়ির দাম বেশি, তাই অনেকেই তা কিনতে দ্বিধা বোধ করেন। আপনিও যদি কম বাজেটের…

Avatar

ভারতে বৈদ্যুতিক যানবাহনের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ছে। পেট্রল ও ডিজেল ছাড়া মানুষ বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে। বৈদ্যুতিক গাড়ির দাম বেশি, তাই অনেকেই তা কিনতে দ্বিধা বোধ করেন। আপনিও যদি কম বাজেটের কারণে ব্যাটারি চালিত গাড়ি কেনা থেকে বিরত থাকেন, তাহলে সেই ভাবনার আর কোনো কারণ নেই। সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি ইয়াকুজা কারিশমা কিনতে পারেন। এর দাম ২ লাখ টাকারও কম বলে জানা গেছে। অর্থাৎ ন্যানো ইভির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না।

ইয়াকুজা ইভি হরিয়ানার সিরসা ভিত্তিক একটি বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি। ইয়াকুজা কারিশমা দেশের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এর এক্স-শোরুম মূল্য প্রায় ১.৭০ লক্ষ টাকা। বৈদ্যুতিক গাড়ির এত কম দাম সত্যিই চমকপ্রদ। কারণ অনেক মূলধারার বাইকের দাম ইয়াকুজা কারিশমার চেয়ে বেশি। ইয়াকুজা কারিশমা একটি ৩ আসনবিশিষ্ট বৈদ্যুতিক গাড়ি। এর চেহারা এবং ডিজাইন আপনাকে আকৃষ্ট করতে পারে। এলইডি ডিআরএল, প্রজেক্টর হেডল্যাম্প, এলইডি ফগ ল্যাম্প, ব্রড গ্রিল, ক্রোম ডোর হ্যান্ডেল, কানেক্টেড এলইডি টেল ল্যাম্প, পাওয়ার উইন্ডো, বোতল হোল্ডারের মতো ফিচার রয়েছে এই ইলেকট্রিক গাড়িতে। এতে সানরুফ, পুশ স্টার্ট/স্টপ বাটন, স্পিকার, ব্লোয়ার, ইনস্ট্রুমেন্ট ডিসপ্লে, রিভার্স পার্কিং ক্যামেরার মতো ফিচারও পাবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

yazuka ev

ইয়াকুজা বৈদ্যুতিক গাড়িটি 60V42Ah ব্যাটারি দ্বারা চালিত। একবার ফুল চার্জ দিলে ৫০-৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে এই গাড়ি। এই গাড়িটি ০ থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৬-৭ ঘণ্টা। ভারতে হিরো কারিজমা এক্সএমআর-এর এক্স-শোরুম মূল্য ১.৭৯ লক্ষ টাকা থেকে শুরু হয়। যদি এই গাড়িটি কিনতে চান তবে আপনি ইয়াকুজা ইভির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেন।

About Author