Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রধান কার্যালয়ের সামনে বিচারের আসায় ধর্নায় বসলো দিল্লি পুলিশ

এতদিন দাক্তার, শিক্ষক, ছাত্রছাত্রী ও পরীক্ষার্থীদের পর শেষমেষ পুলিশদেরও ধর্নায় বসতে হল বিচারের জন্য। রাজধানীর পুলিশ কর্মীদের বিক্ষোভে অসন্তোষের সৃষ্টি হয়েছে দিল্লী পুলিশের প্রধান কার্যালয়ে। গত শনিবার, তিন হাজারি আদালতে…

Avatar

এতদিন দাক্তার, শিক্ষক, ছাত্রছাত্রী ও পরীক্ষার্থীদের পর শেষমেষ পুলিশদেরও ধর্নায় বসতে হল বিচারের জন্য। রাজধানীর পুলিশ কর্মীদের বিক্ষোভে অসন্তোষের সৃষ্টি হয়েছে দিল্লী পুলিশের প্রধান কার্যালয়ে।

গত শনিবার, তিন হাজারি আদালতে আইনজীবিদের হাতে মার খাওয়ার পর সদর দফতরের সামনে বিক্ষোভ দেখায় দিল্লী পুলিশের কর্মীরা। শনিবারে তিন হাজারি আদালতে গাড়ি রাখা নিয়ে আইনজীবি ও পুলিশদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষের ফলে দুই পক্ষের মোট ২৮ জন আহত হয়। এই সংঘর্ষে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, অনেক গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার বিচারের জন্যেই ধর্নায় বসেছে দিল্লী পুলিশ। তাদের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে আইপিএস সংগঠন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মঙ্গলবার সকালে সদর দফতরের সামনে বিক্ষোভ দেখায় দিল্লী পুলিশরা। তাদের হাতে বিভিন্ন শ্লোগান লেখা ছিল, যেমন- হাও ইজ দ্য জোশ, রক্ষকদের বাঁচান। এছাড়াও পুলিশ কর্মীরা শ্লোগান দেয়, উই ওয়ান্ট জাসটিস, সিপি সাহাব বাহার আও।

দিল্লীর পুলির কমিশনার অমূল পট্টনায়ক দফতর থেকে বেরিয়ে আসেন ক্ষুব্ধ পুলিশ কর্মীদের শান্ত করার জন্য। তিনি বলেন, “আশা করি আপনারা এখন শান্তি বজায় রাখবেন। গত কয়েকদিন ধরে দিল্লী পুলিশদের জন্য এক কঠিন সময় অতিবাহিত হচ্ছে। আপনারা আগেও এমন পরিস্থিতিকে টপকে বেরিয়ে এসেছেন, এবারেও সেটাই করতে হবে। আপনারা আইনের রক্ষক, সুতরাং আইন রক্ষার কাজ আপনারা এবারেও করবেন এটাই আশা করছি।”

About Author