Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শচীন কন্যার জীবনে এলো পূর্ণতা, বড় সুখবর দিলেন সাড়া তেন্ডুলকার

বড় সুখবর দিলেন শচীন কন্যা সারা তেন্ডুলকার। এমনিতেই ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন চতুর্দিকে। এই প্রেমের গুঞ্জন এর মধ্যেই তার জীবনে একটা বড় সাফল্য এসেছে বলে জানা…

Avatar

বড় সুখবর দিলেন শচীন কন্যা সারা তেন্ডুলকার। এমনিতেই ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন চতুর্দিকে। এই প্রেমের গুঞ্জন এর মধ্যেই তার জীবনে একটা বড় সাফল্য এসেছে বলে জানা গিয়েছে। খেলার জগৎ বা বিনোদন জগতে এখনো পর্যন্ত নাম না লেখালেও, সারা তেন্ডুলকারের একটা বেশ জনপ্রিয়তা রয়েছে। এই প্রজন্মের অন্যতম বিখ্যাত একজন ইনফ্লুয়েন্সার তিনি। তবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে তিনি পড়াশোনা নিয়ে ব্যস্ত। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর এর পড়াশোনা করছিলেন তিনি। আর সেই নিয়েই এবার একটা সাফল্য এসেছে বলে জানা গিয়েছে।

গতকাল তিনি জানিয়েছেন, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিটির ইউনিভার্সিটি কলেজ অফ মেডিকেলের মেডিকেল সাইন্সে পাস করেছেন সাড়া তেন্ডুলকার। শুধু তাই নয় ডিস্টিং পজিশন পেয়েছেন মেডিকেল সায়েন্স এর ক্ষেত্রে। অর্থাৎ বোঝা যাচ্ছে এবার তিনি পড়াশোনা নিয়েই নিজে ক্যারিয়ারটা এগোবেন। নিজের সার্টিফিকেট এর ছবি পোস্ট করে সারা তেন্ডুলকার লিখেছেন, ” রেজাল্ট ডে। ”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শচীন কন্যার জীবনে এলো পূর্ণতা, বড় সুখবর দিলেন সাড়া তেন্ডুলকার

বাবার রাস্তায় না হেঁটে, মা অঞ্জলি টেন্ডুলকারের পদাঙ্ক অনুসরণ করেছেন সাড়া টেন্ডুলকার। বলে রাখি, শচীনের স্ত্রী অঞ্জলি তেন্ডুলকার কিন্তু নিজে একজন শিশুরোগ বিশেষজ্ঞ। তাই বলা যেতে পারে মায়ের পদাঙ্ক অনুসরণ করেই ডাক্তারির দিকে সারা। পড়াশোনার ফাঁকে ফাঁকে তিনি বিবরণ সংস্থার হয়ে মডেলিং করে থাকেন। বলা যেতে পারে মডেলিংয়ে তার একটা শখ রয়েছে। ইতি মধ্যেই ইনস্টাগ্রামে তার অনুগামী সংখ্যা ছয় মিলিয়ন। ২৬ বছর বয়সেই একটা নিজের আলাদা জনপ্রিয়তা তৈরি করেছেন সাড়া তেন্ডুলকর। বাবা শচীনের ছত্রছায়ায় না থেকে নিজের একটা পরিচয় তৈরি করতে পেরেছেন শচীন কন্যা।

About Author