Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জাতিসংঘের আপত্তির পর বাংলাদেশের রোহিঙ্গা স্থানান্তর অনিশ্চিত

কয়েক লক্ষ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের জন্য বাংলাদেশ সরকারের প্রক্রিয়া থমকে গেলো। রবিবার একথা জানানো হয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে। আন্তর্জাতিক সম্প্রদায় সম্মতি না দেওয়ায় সেই উদ্যোগ থমকে গেছে বলে…

Avatar

কয়েক লক্ষ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের জন্য বাংলাদেশ সরকারের প্রক্রিয়া থমকে গেলো। রবিবার একথা জানানো হয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে। আন্তর্জাতিক সম্প্রদায় সম্মতি না দেওয়ায় সেই উদ্যোগ থমকে গেছে বলে জানানো হয়েছে। সম্মিলিত জাতিসংঘ, UNHCR এবং অন্যান্য সংস্থাগুলো এখনো পর্যন্ত সেখানে যাওয়ার পক্ষে মতামত দেয়নি বলে জানানো হয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে।

কিছুদিন আগেই বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর শুরু করার তাদের উদ্যোগের কথা তুলে ধরেছিলেন। এক লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের জন্য ভাসানচর পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছিলেন তিনি। প্রসঙ্গত এর আগেও একবার বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা করেছিল, কিন্তু সেবার থমকে গিয়েছিল প্রক্রিয়া।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান বলেছেন, স্থানান্তরের উদ্যোগে আন্তর্জাতিক সংস্থার সম্মতি মিলছে না। তিনি বলেছেন, “কিছু পরিবার স্বেচ্ছায় যেতে চেয়েছিল, সে ব্যাপারে আমরা প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু যেহেতু আমরা এই মানবিক সহায়তা কার্যক্রমে জাতিসংঘ এবং UNCHR সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর নির্ভরশীল, আমরা তাদের সাথে আলোচনায় বসেছি। কয়েক দফা আলোচনার পরও আন্তর্জাতিক সংস্থাগুলো এখনো পর্যন্ত এই ব্যাপারে মতামত দেয়নি। যার কারণে আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি।”

About Author