Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জন্মদিন কাঁটাতে ভুটানে পাড়ি বিরুষ্কার

শুধু ভারতবর্ষ নয় এই মুহূর্তে গোটা বিশ্বের একজন নামকরা তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। আজ ৫ই নভেম্বর ৩১ এ পদার্পণ করলেন তিনি। চলতি ভারত বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেয়া হয়েছে…

Avatar

শুধু ভারতবর্ষ নয় এই মুহূর্তে গোটা বিশ্বের একজন নামকরা তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। আজ ৫ই নভেম্বর ৩১ এ পদার্পণ করলেন তিনি। চলতি ভারত বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেয়া হয়েছে তাই তিনি রয়েছেন ছুটির মেজাজে। ভারতীয় দল থেকে ছুটি পেলেই ভ্রমণপিপাসু বিরাট তার অভিনেত্রী পত্নী অনুষ্কাকে নিয়ে কোথাও না কোথাও বেরিয়ে পড়েন ভ্রমণে। এবারে তাদের দেখা গেল ভুটানে।

বিরাট পত্নী অনুষ্কা টুইটারে একটি পোস্টে জানায় “একটি পাহাড়ি রাস্তায় ৮.৫ কিমি উঠার পর আমরা ক্লান্ত হয়ে পড়ি তখন আমরা পাহাড়ের উপরে একটি ছোট্ট গ্রামে থেমেছিলাম এবং চার মাস আগে জন্মগ্রহণ করা একটি বাছুরকে খাওয়াচ্ছিলাম। তখন বাড়ির মালিক আমাদের জিজ্ঞেস করে আমরা ক্লান্ত কিনা এবং আমাদের চা খাওয়ার জন্য বলে। ওই পরিবার আমাদের আসল পরিচয় না জেনে শুধুমাত্র দুইজন ক্লান্ত পথিক হিসাবে যে উষ্ণ অভ্যর্থনা জানায় ও তাদের আতিথেয়তায় বিরাট এবং আমি অত্যন্ত মুগ্ধ। কোনরূপ প্রতিদানের বিনিময়ে অত্যন্ত বিনয়ী এবং খাঁটি মানবতা পূর্ণ আচরণ আমাদের শান্তিতে ভরিয়ে দেয় এবং এই সুন্দর মুহূর্তের স্মৃতি আমরা সারাজীবন লালন করবো।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিরাট কোহলিকে সম্মান জানানোর জন্য স্টার স্পোর্টস তার জন্মদিনে তারই জীবনকাহিনি নিয়ে নির্মিত একটি অ্যানিমেটেড ভিডিও নাম “সুপার ভি” লঞ্চ করতে চলেছে। এছাড়াও সতীর্থ, প্রাক্তন খেলোয়াড়
শুভাকাঙ্খী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত জন্মদিনে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন বিরাট কোহলিকে।

About Author