Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Digital Payment: দেশে ডিজিটাল পেমেন্টে বড়সড় পরিবর্তন, নতুন পরিকল্পনা আনবে কেন্দ্রীয় সরকার

অনলাইন লেনদেনের মাধ্যমে অর্থ আদান প্রদান এখন অনেকটাই বেশি সহজ হয়ে উঠেছে। কিন্তু এই সুবিধার পাশাপাশি এর সাথে যুক্ত হয়েছে অনলাইন ফ্রডের ঝুঁকি। এই ঝুঁকি কমাতে সরকার ডিজিটাল লেনদেনে নতুন…

Avatar

অনলাইন লেনদেনের মাধ্যমে অর্থ আদান প্রদান এখন অনেকটাই বেশি সহজ হয়ে উঠেছে। কিন্তু এই সুবিধার পাশাপাশি এর সাথে যুক্ত হয়েছে অনলাইন ফ্রডের ঝুঁকি। এই ঝুঁকি কমাতে সরকার ডিজিটাল লেনদেনে নতুন নিয়ম প্রবর্তনের পরিকল্পনা করছে। এর ফলে, সরকার ধারণা করছে ভারতের সাধারণ মানুষের অনলাইন সুরক্ষা অনেকটাই বাড়বে।

নতুন নিয়ম অনুযায়ী, দুই ব্যবহারকারীর মধ্যে প্রথমবারের মতো ২ হাজার টাকা বা তার বেশি অর্থ লেনদেনের জন্য কমপক্ষে চার ঘণ্টা অপেক্ষা করতে হবে। এই নিয়মটি IMPS, RTGS, NEFT এবং UPI সমস্ত ধরনের ডিজিটাল লেনদেনে প্রযোজ্য হবে। নতুন নিয়মটি লেনদেনকারীদের জন্য কিছুটা অসুবিধা সৃষ্টি করতে পারে। কারণ, অনেক ক্ষেত্রেই দ্রুত অর্থ লেনদেনের প্রয়োজন হয়। সরকার এই বিষয়টা জানে। এটা জানা সত্বেও এই নিয়মটা জারি করতে পারে সরকার, তার মূল কারণ, সরকার এবারে ভারতের সাধারণ মানুষের অনলাইন টাকা লেনদেনের বিষয়টাকে আরো সুরক্ষিত করতে চাইছে। সরকার চাইছে যাতে কোনোভাবেই কারো টাকা ভুল হাতে চলে না যায়। এই কারণেই এই ৪ ঘন্টার বিষয়টা হাজির হয়েছে। নতুন নিয়মটি অনলাইন ফ্রড কমাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নতুন নিয়মটি নিয়ে আজ মঙ্গলবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারী কর্মকর্তা বলেছেন, “প্রথমবারের জন্য, আমরা ২,০০০ টাকার উপরে ডিজিটাল লেনদেনের জন্য চার ঘন্টার সময়সীমা যুক্ত করার কথা বিবেচনা করছি। এখনো এই বিষয়টা ফাইনাল হয়নি। কবে থেকে এই নতুন নিয়ম কাজ করবে সেটাও এখনো স্থির হয়নি। তবে সব কাজ তাড়াতাড়িই হবে। এই সম্পর্কে একটা বৈঠক হওয়ার কথাও রয়েছে।” এই বৈঠকে ভারতীয় রিজার্ভ ব্যাংক, বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক এবং Google, Razorpay সহ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।

নতুন নিয়মটি বাস্তবায়িত হলে অনলাইন ফ্রডের ঝুঁকি কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে। তবে, এটি কতটা কার্যকর হবে তা এখনই বলা সম্ভব নয়।

About Author
news-solid আরও পড়ুন