Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন অবতারে আসছে নব্বইয়ের বাদশা Yamaha RX100, জানুন নতুন ফিচার ও দাম

ভারতে হবে রাজার প্রত্যাবর্তন। ভারতের সবথেকে পুরনো এবং সবথেকে দমদার বাইক আবার আসবে একেবারে নতুন অবতারে। নব্বইয়ের দশকে Yamaha RX 100 ছিল ভারতের সবচেয়ে জনপ্রিয় বাইকগুলির মধ্যে একটি। অসাধারণ পারফরম্যান্স…

Avatar

ভারতে হবে রাজার প্রত্যাবর্তন। ভারতের সবথেকে পুরনো এবং সবথেকে দমদার বাইক আবার আসবে একেবারে নতুন অবতারে। নব্বইয়ের দশকে Yamaha RX 100 ছিল ভারতের সবচেয়ে জনপ্রিয় বাইকগুলির মধ্যে একটি। অসাধারণ পারফরম্যান্স এবং দ্রুত গতির কারণে এই বাইকটি তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। সেই সময় Yamaha RX100 মানেই ছিল একটা স্টাইল স্টেটমেন্ট। তবে, নতুন বিধিনিষেধের কারণে এটিকে বাজার থেকে সরিয়ে ফেলা হয়েছিল। ইঞ্জিন দক্ষতা একটু কম হওয়ার কারণে এই বাইকের দূষণ মাত্রা বেশি। তাই নতুন গাইডলাইনস আসার সাথে সাথেই বাজার থেকে সরে যায় Rx100। তবে, শোনা যাচ্ছে এই আইকনিক মোটরসাইকেল আবারো আসছে ভারতে।

নতুন অবতারে RX 100

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Yamaha এবারে এই আইকনিক মোটরসাইকেলটিকে নতুন অবতারে বাজারে ফিরিয়ে আনতে প্রস্তুত। নতুন RX 100-এ ৯৮cc ওয়াটার-কুলড, ৪-স্ট্রোক, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন থাকবে যা ১১bhp শক্তি এবং ১০.৩৯Nm টর্ক উৎপন্ন করবে। এই ইঞ্জিনটি ৪ স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত। নতুন RX 100-এ নতুন ডিজাইনের হেডল্যাম্প, শ্যাপে ফুয়েল ট্যাঙ্ক এবং অর্গানিক বডি লাইন থাকবে। এই নতুন Rx 100 বাইকে নতুন ডিজিটাল ডিসপ্লে এবং স্মার্ট নেভিগেশন প্রযুক্তিও থাকতে পারে।

লঞ্চিং ডেট এবং দাম

Yamaha RX 100-এর নতুন অবতারটি ২০২৩ সালের শেষের দিকে বা ২০২৪ সালের শুরুতে বাজারে আসতে পারে। তবে, এর সঠিক লঞ্চের তারিখ এখনো জানায়নি কোম্পানি। তবে দাম সম্পর্কে একটা ধারণা করা যায়। যেহেতু এই বাইকে এবারে রেট্রো বাইক হিসাবে নিয়ে আসছে কোম্পানি তাই এই বাইকের দাম অন্যান্য বাইকের তুলনায় বেশি হবে। বিশেষজ্ঞদের ধারণা, এই বাইকটি দাম এর দাম প্রায় ১ লাখ ২০ হাজার টাকা হতে পারে। তবে এর থেকে বেশী দাম করা হলে এই বাইক বিক্রি হবে না বললেই চলে। এর থেকে বেশী দামে আর ভালো ইঞ্জিনের বাইক পাওয়া যায়।

তাই সেক্ষেত্রে শুধুমাত্র রেট্রো ডিজাইনের বাইক এবং নাইন্টিজের ইমোশন বলে এতটা বেশি টাকা একটা ১০০ সিসির বাইকের জন্য খরচ করবেন না কেউ। আর এই বিষয়টা Yamaha কোম্পানির কর্মকর্তারাও জানেন। অর্থাৎ ১ লাখ ২০ হাজার টাকার মধ্যেই এই বাইকের দাম হওয়ার কথা। সব শেষে বলতে গেলে, Yamaha RX 100-এর নতুন অবতারটি নব্বইয়ের দশকের উন্মাদনার পুনরুত্থান ঘটাতে পারে। এর অসাধারণ পারফরম্যান্স এবং আধুনিক ফিচারগুলি এটিকে তরুণদের মধ্যে আবারও জনপ্রিয় করে তুলতে পারে। তবে সেটা তবেই সম্ভব যদি কোম্পানি এর দাম নিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়।

About Author