Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অযোধ্যা নিয়ে নিষেধাজ্ঞা জারি সোশ্যাল মিডিয়ায়

বেশ কিছুদিন আগে শেষ হয়েছে অযোধ্যা মামলার শুনানি। আদালতের রায় বের হতে দেরি আছে আরও কয়েকটা দিন। এরই মাঝে বিবাদমান দুই পক্ষই আদালতের রায় মেনে নেওয়ার কথা ঘোষণা করেছে। বিভিন্ন…

Avatar

বেশ কিছুদিন আগে শেষ হয়েছে অযোধ্যা মামলার শুনানি। আদালতের রায় বের হতে দেরি আছে আরও কয়েকটা দিন। এরই মাঝে বিবাদমান দুই পক্ষই আদালতের রায় মেনে নেওয়ার কথা ঘোষণা করেছে। বিভিন্ন মুসলিম সংগঠন আগেই জানিয়েছিল আদালতের রায়কে মর্যাদা দেবে তারা। বজরং দল, হিন্দু সংহতি মঞ্চের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলিও আদালতের রায়ের ওপর ভরসা রাখার কথা ঘোষণা করেছেন। তবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রস্তুতির ফাঁক রাখতে চাইছে না উত্তরপ্রদেশের প্রশাসন। আদালতে রায় ঘোষণার দিন যাতে কোথাও কোন অশান্তি সৃষ্টি না হয়, সেই উদ্দেশ্যে নিরাপত্তা আঁটোসাঁটো করছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে অযোধ্যার জেলাশাসক অনুজ কুমার ঝা নিষেধাজ্ঞা জারি করেছে স্যোশাল মিডিয়ার উপর। এদিন এক নির্দেশিকা জারি করে তিনি জানান, অযোধ্যা সংক্রান্ত কোন মেসেজ, পোস্টার, মিম শেয়ার করা যাবে না স্যোশাল মিডিয়ায়। এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী ২৮ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত। স্যোশাল মিডিয়ায় ভুয়ো খবরের আদানপ্রদানের সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author