Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন জাপানের প্রধানমন্ত্রী

টোকিও : রবিবার তিনি জাপানের বোয়িং 777-300ER বিমানে করে টোকিও থেকে ব্যাঙ্কক যাচ্ছিলেন আসিয়ান সম্মেলনে যোগ দিতে। জানা গিয়েছে, তিনি দেশগুলির সাথে বানিজ্যিক চুক্তি করার জন্য তিনদিনের সফরে ব্যাঙ্কক যাত্রা…

Avatar

টোকিও : রবিবার তিনি জাপানের বোয়িং 777-300ER বিমানে করে টোকিও থেকে ব্যাঙ্কক যাচ্ছিলেন আসিয়ান সম্মেলনে যোগ দিতে। জানা গিয়েছে, তিনি দেশগুলির সাথে বানিজ্যিক চুক্তি করার জন্য তিনদিনের সফরে ব্যাঙ্কক যাত্রা করেছেন।বিমান ছাড়ার ১ ঘণ্টার মধ্যে বিমানে আগুন লেগে যায়। একজন বিমানসেবিকা এই দৃশ্য প্রথম দেখে সকলের উদ্দেশ্যে ঘোষণা করেন। তারপর কোনোরকম দুর্ঘটনা ছাড়াই এই আগুন নিভিয়ে ফেলা হয়।সূত্রের খবর, কিচেনের ওভেনে কোনোকারন শর্টসার্কিট হয়ে এই আগুনের সূত্রপাত হয়। তবে ওই দেশের সংবাদসংস্থা মারফত জানা গিয়েছে যে, এই দুর্ঘটনা প্রধানমন্ত্রীর ব্যাঙ্কক সফরে কোনো প্রভাব ফেলেনি।
About Author