ভারতে পথ দূর্ঘটনায় মৃত্যুর খবর কোনো নতুন নয়। সমীক্ষায় দেখা গিয়েছে ভারতে প্রতি বছর পথ দুর্ঘটনায় গড়ে ৪০০ প্রাণহানি ঘটে। এবার একটু ভয়ঙ্কর পথ দুর্ঘটনার সাক্ষী হল পুনে-মুম্বাই হাইওয়ে।
দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় মাল্টিমিডিয়া নিউজ এজেন্সি সোমবার ভোর ঘাটের কাছে পুরানো পুনে-মুম্বাই হাইওয়েতে একটি দুর্ঘটনার খবর জানায়। এই দুর্ঘটনায় ৪ জন ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ৩০ জনের মতো।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএকটি বাস মুম্বাইয়ের দিকে যাচ্ছিল একসময় পুনে-মুম্বাই হাইওয়েতে ভোর ঘাটের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের দ্রুত নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর মৃতদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। যে চারজন নিহত হয়েছেন তারা হলেন, শচিন থোরাট, স্নেহা জনার্দন পাটিল, জনার্দন পাটিল এবং সঞ্জয় শিবাজি রক্ষয়।