সোশ্যাল মিডিয়ায় এমন কয়েকটি গান রয়েছে যা শুনলেই নাচতে ইচ্ছা করে। আর সেই সমস্ত গানের তালিকায় রয়েছে বলিউডের জনপ্রিয় গান “সাকি সাকি”। এই গানে নোরা ফাতেহির ঝড় তোলা পারফরমেন্স আজকের দিনেও রাতের ঘুম উড়িয়ে দেয় তরুণদের। আপনাদেরও নিশ্চয়ই এই গানে নোরা ফাতেহির অনবদ্য পারফরমেন্সের কথা মনে রয়েছে।
তবে বর্তমানে সোশ্যাল মিডিয়া মাধ্যম তথা ইউটিউবে বলিউডের এই জনপ্রিয় গানে একটি কয়েক সেকেন্ডের নাচের ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে। যেখানে দুই ভারতীয় যুবতীকে “সাকি সাকি” গানে বোল্ড পারফরম্যান্স করতে দেখা গেছে। সবুজ ও নীল রঙের লেহেঙ্গা ও হাফ হাতা ব্লাউসে দুজনেকেই সাহসের চরম সীমানায় পৌঁছাতে দেখা গেছে ভিডিওটিতে। এছাড়া মেয়ে দুটি অগোছালো চুল এবং কার্ভি ফিগার দেখে নিয়ন্ত্রণ হারাবে যে কেউ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowজনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘টিম নাচ’ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। যেখানে উষ্ণতম পারফরমেন্স করতে দেখা গেছে রেণুকা পাওয়ার ও আয়েস কৌর নামের দুই যুবতীকে। এই নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, বর্তমানে সোশ্যাল মিডিয়ার প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিও। বিশেষ করে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ভারতীয় যুবতীদের হট ডান্সের ভিডিও ভাইরাল হয় চোখের পলকে।
“সাকি সাকি” গানে রেণুকা পাওয়ার ও আয়েস কৌরের উষ্ণ পারফরমেন্স দেখলে নিঃসন্দেহে আপনার হৃদয়ে অনুভব করবেন রোমান্সের স্পর্শ। আপনারা জানলে অবাক হবেন, ইউটিউবে ছড়িয়ে পড়া এই ভিডিওটি এখনও পর্যন্ত প্রায় ৬ কোটির বেশি মানুষ উপভোগ করেছে। পাশাপাশি মেয়ে দুটির সাহসের প্রশংসা করেছেন কয়েক লক্ষ মানুষ।