বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। এই কোম্পানির Swift গাড়িটি যেমন পারফরমেন্সের দিক থেকে দুর্দান্ত, তেমনি কিন্তু মাইলেজ এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রেই এই গাড়িটি দারুন পারফরম্যান্স দিতে পারে আপনাকে। নানা সময় গ্রাহকের নানান প্রয়োজন সম্পূর্ণ করতে এই গাড়িটি অনবদ্য।
দীর্ঘদিন ধরেই বাজেট মূল্যের গাড়ির তালিকায় টপ পজিশনে রয়েছে Maruti Suzuki Swift গাড়িটি। দেশে বিক্রি হওয়া সেরা ১০ গাড়ির মধ্যে এই গাড়ির নাম রয়েছে। ফ্যামিলি কার হিসাবে বা ইয়ংস্টারদের প্রথম পছন্দ এই গাড়ি। সংস্থাটি সময়ে সময়ে এটিকে আপডেট করে এটিকে সম্পূর্ণ পরিবর্তন করেছে। এই Swift গাড়িতে ১.২ লিটারের একটি পেট্রোল ইঞ্জিন আছে, যা ৯০ bhp পাওয়ার উৎপন্ন করে। এটি ৫ স্পিড ম্যানুয়াল বা অটোমেটিক গিয়ারবক্স অপশনে পাওয়া যাবে। এছাড়াও গাড়ির একটি CNG ভ্যারিয়েন্ট আছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএছাড়া Swift গাড়িতে অত্যাধুনিক সব প্রযুক্তি আছে। এতে অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে, ক্রুজ কন্ট্রোল, ৪.২ ইঞ্চি কালার ড্রাইভার ডিসপ্লে, ৭.০ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অটো এসি এবং হাইট অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, এলইডি ডিআরএল সহ এলইডি হেডল্যাম্প দেখা যাবে। নিরাপত্তার জন্য আছে ESC, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল (ESC), হিল হোল্ড কন্ট্রোল, ডুয়াল-ফ্রন্ট এয়ারব্যাগ, ABS ব্রেকিং সিস্টেম ইত্যাদি। এই গাড়ির এক্স শোরুম মূল্য মাত্র ৫.৯৯ লাখ টাকা। আর এর CNG ভ্যারিয়েন্ট এর এক্স শোরুম মূল্য ৭.৮৫ লাখ টাকা।