Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেবে ব্যাপক মাইলেজ, রয়েছে ABS ব্রেকিংও, অর্ধেক দামে কিনে নিতে পারবেন Bajaj Platina

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার…

Avatar

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার দিনে একাধিক কোম্পানি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেট মূল্যের বাইক ভারতীয় বাজারে লঞ্চ করছে। এই বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় বাজাজ কোম্পানিটি। এই কোম্পানিগুলির কম মূল্যের বাইকেও অসাধারণ সমস্ত ফিচার এবং ব্যাপক মাইলেজ পাওয়া যায়। একসময় বাজাজ প্ল্যাটিনা বাইকের জনপ্রিয়তা মন জয় করে নিয়েছিল সমস্ত স্তরের মানুষের।

কম দাম এবং ব্যাপক মাইলেজ এই কম্বিনেশন থাকলেই বুঝে নিতে হবে এই Bajaj Platina এর কথা বলা হচ্ছে। Bajaj Platin 110 ABS বাইকটি ব্যাপক পছন্দ হয় ভারতীয়দের। এই বাইকের এক্স শোরুম মূল্য প্রায় ৭৯ হাজার টাকা। তবে দিল্লিতে এর অন রোড মূল্য ৯৫ হাজার টাকা। এই বাইকে শক্তিশালী ১১৫.৪৫ cc ইঞ্জিন অন্তর্ভুক্ত করা হয়েছে। যার ক্ষমতা সর্বোচ্চ ৮.৬০ bhp শক্তি এবং ৯.৮১ Nm সর্বোচ্চ টর্ক তৈরি করে। এছাড়া আরও ভালো পারফরম্যান্সের জন্য এতে ৫ স্পীড গিয়ারবক্স যুক্ত করা হয়েছে। এছাড়াও, আপনি শুনলে অবাক হবেন যে এই বাইক ৮৪ kmpl মাইলেজ দেয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনি যদি এই বাইক কিনতে চান, অথচ আপনার কাছে পর্যাপ্ত টাকা না থাকে, তাহলে আপনাকে জানাই যে এই বাইক আপনি অনেক কম মূল্যে বাড়ি নিয়ে যেতে পারবেন। ২০১৫ মডেলের একটি বাইক বিক্রির জন্য রয়েছে OLX ওয়েবসাইটে। এটি ৪০,০০০ কিমি চলেছে এবং বেশ ভালো কন্ডিশনে আছে। নয়ডায় রেজিস্ট্রেশন রয়েছে এই বাইকের। আপনি এই বাইকটি মাত্র ৩০,০০০ টাকায় কিনে নিতে পারবেন।

অন্যদিকে Droom ওয়েবসাইটে ২০১৭ সালের একটি Bajaj Platina আছে। এই বাইকটির অবস্থা খুব ভালো। মাত্র ২৪,৩৪১ কিমি চলেছে এই বাইক। দিল্লি নম্বরে রেজিস্ট্রেশন আছে এই বাইকের। আপনি এই বাইকটি মাত্র ৩৬,৪৪৫ টাকায় কিনতে পারবেন। তাই আপনি যদি অত্যন্ত কম মূল্যে একটি Bajaj Platina কিনতে চাইছেন, তাহলে এই দুটি অফার আপনার অনেক কাজে লাগতে পারে।

About Author