কিছু দিন আগে শেয়ার করা স্বপ্না চৌধুরীর এই ভিডিওটি ৩৩ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। কমেন্ট বক্স ভক্তরা লাল হার্টের ইমোজিতে ভরিয়ে দিয়েছেন। পাশাপাশি হার্ট আই ইমোজিও বর্ষণ করেছেন কমেন্ট বক্সে। ভোজপুরি, পাঞ্জাবি এবং হরিয়ানভি সিনেমায় স্বপ্না চৌধুরীর অনেক দুর্দান্ত গান রয়েছে। তিনি ‘বিগ বস ১১’- এ অংশ নিয়েছিলেন এবং রিয়েলিটি শোটি তার জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছিল পরবর্তীকালে। ‘ভিরে কি ওয়েডিং’ এবং ‘নানু কি জানু’ ছবিতেও বিশেষ পারফর্ম করেছেন স্বপ্না। এ ছাড়া তিনি বলিউড চলচ্চিত্রেও কাজ করেছেন।View this post on Instagram
স্বপ্না চৌধুরিকে এমন পোশাক পরা দেখে ভক্তদের মনে আতঙ্ক তৈরি হয়েছে, কমেন্ট বক্সে ভরে গিয়েছে হার্ট ইমোজি
হরিয়ানার দেশি নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরিকে প্রায়শই তার কিলার লুক ও পারফরম্যান্স দিয়ে ভক্তদের মন জয় করতে দেখা যায়। এরই মধ্যে তার আরও একটি ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে তার…

আরও পড়ুন