স্বপ্না চৌধুরি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তাকে তার বাড়ির ছাদে দেখা যাচ্ছে। কালো রঙের প্রিন্টেড স্যুট পরিহিত স্বপ্নাকে ‘এক দো তিন ঘুনঘাট’ গানে যথারীতি সাবলীল ভাবে পারফর্ম করতে দেখা গিয়েছে। নাচের সঙ্গে এই পোশাক, সব মিলিয়ে তাকে দেখতে লাগছে বেশ। এই নাচ দেখে ভক্তরা স্বপ্না চৌধুরীর প্রচুর প্রশংসা করছেন।এই ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ইনস্টাগ্রামে ভাইরাল হতে শুরু করে। এবং এখনও পর্যন্ত এটি ২ লাখ ৩০ হাজারের বেশি বার দেখা হয়েছে। একই সঙ্গে ৩০ হাজারেরও বেশি মানুষ লাইকও করেছেন এই ভিডিওটি। স্বপ্না চৌধুরীর এই মিউজিক ভিডিওটি টি-সিরিজ হরিয়ানভি তাদের ইউটিউব চ্যানেলে কিছু দিন আগে পোস্ট করেছে। সেখানে এখনও পর্যন্ত ১.৬ মিলিয়ন মানুষ দেখেছেন।View this post on Instagram
Sapna Dance: মাধুরীর ‘এক-দো-তিনে’ গানে জোরাল নাচ স্বপ্না চৌধুরীর, ভিডিও পোস্ট করা মাত্র লাখ লাখ ভিউ
হরিয়ানভি নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরীর এখন আর আলাদা করে কোনও পরিচয়ের প্রয়োজন নেই। নৃত্যশিল্পী হরিয়ানা থেকে পাঞ্জাবে তার প্রতিভার জাদু ছড়িয়ে দিয়েছেন। স্বপ্না রিয়েলিটি শো 'বিগ বস'-এরও অংশ ছিলেন। সেই সঙ্গে…

আরও পড়ুন